নতুন সিনেমায় যুগল হংসরাজ

ছবি: রেডিফ

লায়ন্সগেট ইন্ডিয়ার নতুন সিনেমায় যুক্ত হচ্ছেন যুগল হংসরাজ। স্টুডিওর পক্ষ থেকেই এ তথ্য জানানো হয়েছে। তাদের ইনস্টাগ্রাম হ্যান্ডলে প্রকাশিত খবরে জানানো হয় নতুন সিনেমাটি হতে যাচ্ছে থ্রিলার। এতে আগে থেকেই যুক্ত আছেন সুনীল শেঠি ও পূজা ভাট। তাদের সঙ্গে যুক্ত হবেন যুগল। সিনেমার নাম বা গল্প এখনো জানানো হয়নি। তবে অচিরেই শুরু হচ্ছে সিনেমার প্রি-প্রডাকশন। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন