সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাতজনের

বণিক বার্তা ডেস্ক

ছবি : বণিক বার্তা

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় সাতজনের প্রাণহানি হয়েছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। গতকাল দিনের বিভিন্ন সময় রাজধানীর ডেমরা, নাটোর, বাগেরহাট, নোয়াখালী, ফরিদপুর, গাইবান্ধা ও মানিকগঞ্জে এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

ঢাকা: রাজধানীর ডেমরা চৌরাস্তায় প্রাইভেট কারের ধাক্কায় মো. দুলাল হক (৬০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। গতকাল বেলা ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার গ্রামের বাড়ি নোয়াখালী সদর উপজেলায়। ডেমরার সারুলিয়ায় থাকতেন তিনি।

নাটোর: শহরতলির দত্তপাড়ায় দুটি পণ্যবাহী ট্রাক ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তিনজন। গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক দীপু মণ্ডল যশোর কোতোয়ালি থানার বড় হয়বতপুর গ্রামের বাসিন্দা।

ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি সাজেদুর রহমান জানান, সকালে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে ঢাকা থেকে বগুড়াগামী গমবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে দুটি ট্রাক শহরগামী একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে চারজন আহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পাথরবোঝাই ট্রাকের চালক দীপু মণ্ডল মারা যান।

বাগেরহাট: কচুয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস দোকানের ওপর উঠে গেছে। এ সময় বাসে থাকা রাকিব নামে এক যাত্রী গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাকিব মোরেলগঞ্জ উপজেলার পুঠিখালী গ্রামের হারুন মল্লিকের ছেলে। গতকাল সকালে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের মাঠ বাড়িপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় এখলাস নামে এক ব্যক্তির দোকান ঠেলে নিয়ে খাদে পড়ে যায় ঢাকা থেকে ছেড়ে আসা রয়েল পরিবহনের যাত্রীবাহী বাস।

কাটাখালী হাইওয়ে থানার এসআই মো. আশরাফ জানান, বেপরোয়া গতির কারণে বাসটি দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় মামলা হবে।

নোয়াখালী: সুবর্ণচর উপজেলায় পিকআপের ধাক্কায় মরিয়ম আক্তার আফরিন (৭) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চরজব্বর ইউনিয়নের দক্ষিণ ওয়াপদা বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত আফরিন চরজব্বর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চরজব্বর গ্রামের নাসির আহমদের মেয়ে।

স্থানীয়রা জানায়, আফরিন স্থানীয় নুরুল হক নূরানী তালিমুল কোরআন মাদ্রাসার ছাত্রী ছিল। সকালে বাড়ি থেকে দক্ষিণ মাদ্রাসায় যাচ্ছিল রেজাল্ট শিট আনতে। এ সময় দক্ষিণ ওয়াপদা বাজারে রাস্তা পার হতে গেলে একটি পিকআপ তাকে ধাক্কা দেয়।  এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সে মারা যায়।

ফরিদপুর: মাইক্রোবাসের ধাক্কায় জহিরুল মল্লিক (৩০) নামে এক রিকশা চালক নিহত হয়েছেন। গতকাল সকালে ফরিদপুর সদর উপজেলার জোয়াইরের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। জহিরুল মল্লিক সদর উপজেলার গেরদা ইউনিয়নের পসরার মৃত তফাজ উদ্দিন মল্লিকের ছেলে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে হাইওয়ে থানায় মামলা করেছেন। ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আবু সাঈদ মো. খাইরুল আনাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গাইবান্ধা: গোবিন্দগঞ্জ উপজেলায় ট্রাক্টরচাপায় মঞ্জিলা বেগম (২৮) নামে এক পথচারী নিহত হন। গতকাল বেলা ২টার দিকে উপজেলার দুর্গাপুর বৈঠাখালীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত মঞ্জিলা বেগম উপজেলার দুর্গাপুর গ্রামের সাহারুল ইসলামের স্ত্রী।

স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশে বৈঠাখালী মহাসড়ক পার হচ্ছিলেন মঞ্জিলা বেগম। এ সময় রাস্তার অন্য পাশ থেকে আসা বালিবাহী একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার এসআই শাহীন চক্রবর্তী জানান, চালক পালিয়ে গেলেও ট্রাক্টরটি আটক করা হয়েছে।

মানিকগঞ্জ: ঘিওরে মোটরসাইকেলের ধাক্কায় এলজিইডির এক উপসহকারী প্রকৌশলী নিহত হন। গতকাল সকালে পৌর শহরের এলজিইডি জেলা কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. আব্দুল মজিদ শিবালয় উপজেলার কাতরাশিন গ্রামের মৃত হাশেম আলীর ছেলে। তিনি ঘিওর উপজেলা পরিষদের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে কর্মরত ছিলেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন