চট্টগ্রামে চারজনসহ সড়ক দুর্ঘটনায় নিহত ৮

বণিক বার্তা ডেস্ক

সিরাজগঞ্জের শাহজাদপুরে গতকাল গাছের সঙ্গে ধাক্কা লেগে বাসের ছাদ ভেঙে যায় ছবি : নিজস্ব আলোকচিত্রী

চট্টগ্রামে দুটি সড়ক দুর্ঘটনায় প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ চারজনের প্রাণহানি হয়েছে। এছাড়া সিরাজগঞ্জ, রাজধানীর মেরুল বাড্ডা, নাটোর ও গোপালগঞ্জে আরো চারজন নিহত হয়েছেন। গতকাল দিনের বিভিন্ন সময় এসব দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে-

চট্টগ্রাম: বাসের ধাক্কায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন। নিহতরা মোটরসাইকেল আরোহী ছিলেন। গতকাল বিকালে কাপ্তাই সেলিনা কাদের চৌধুরী কলেজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পুরকৌশল বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী শান্ত সাহা এবং একই বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী তৌফিক হোসেন। শান্তর বাড়ি নরসিংদী ও তৌফিকের বাড়ি নোয়াখালী। আহত জাকারিয়া হিমু পুরকৌশল বিভাগের ২১তম ব্যাচের শিক্ষার্থী।

এছাড়া বোয়ালখালী উপজেলায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার শাকপুরা রায়খালী সেতুসংলগ্ন এরিনা গার্মেন্টস মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন অটোরিকশার চালক মো. দেলোয়ার (৩০) ও যাত্রী মিজানুর রহমান (৩০)।

সিরাজগঞ্জ: শাহজাদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা লেগে আল শামীম (২৪) নামে এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো সাতজন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। নিহত শামীম পাবনার সুজানগর উপজেলার মধুপুর গ্রামের রাশেদুল ইসলাম আবুর ছেলে। গতকাল সকালে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের টেটিয়ারকান্দিতে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা: রাজধানীর মেরুল বাড্ডায় লরির ধাক্কায় ফরিদ মিয়া (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাতি মো. নাজমুল হাসান বলেন, ‘আমার নানা মেরুল বাড্ডার ইউটার্ন ব্রিজের ঢাল এলাকায় নাইটগার্ডের কাজ করতেন। ফজরের নামাজের আগে রোজা রাখার জন্য খাবারের পানি আনতে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি লরি তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত হন তিনি। ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাটোর: সিংড়ায় মিনি ট্রাকের ধাক্কায় ইলিয়াস হোসেন রনি (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় মুন্না ইসলাম (৩৫) নামে মোটরসাইকেলে থাকা আরো এক যুবক আহত হন। উপজেলার জোলারবাতা নামক স্থানে গতকাল বিকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইলিয়াস হোসেন রনি উপজেলার কাকিয়ান গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নাটোরের সিংড়া থানার ওসি আবুল কালাম আজাদ। 

গোপালগঞ্জ: নসিমন উল্টে চালক ইকরাম (১৭) নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন। গতকাল সকালে ঢাকা-খুলনা মহাসড়কের সোনাশুরে এ দুর্ঘটনা ঘটে। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন