সঞ্জীব চৌধুরীর স্মরণে দলছুটের পূর্ণাঙ্গ অ্যালবাম ‘সঞ্জীব’

সুমন দে

ছবি: দলছুট

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ১২ বছর পর ২১ এপ্রিল প্রকাশ হলো দলছুট ব্যান্ডের সপ্তম অ্যালবাম সঞ্জীব। দলছুট ব্যান্ডের অন্যতম প্রতিষ্ঠাতা সঞ্জীব চৌধুরীকে উৎসর্গ করে নতুন অ্যালবামের নাম রাখা হয়েছে সঞ্জীব। ২০১২ সালে প্রকাশ হয় ব্যান্ডটির সর্বশেষ অ্যালবাম ‘আয় নিমন্ত্রণ’। দীর্ঘ ১২ বছর পর আবার নতুন অ্যালবাম নিয়ে দলছুট ব্যান্ডের প্রধান বাপ্পা মজুমদার বলেন, ‘আসলে দীর্ঘ সময় মনে হলেও কাজ থেমে ছিল না। প্রায় সাত বছরের বেশি সময় ধরেই সঞ্জীব অ্যালবামের কাজ হয়েছে। নানা আঙ্গিকের গান দিয়ে অ্যালবামটি সাজানোর চেষ্টা করা হয়েছে। তবে আমরা তাড়াহুড়ো করতে চাইছিলাম না। সঞ্জীব চৌধুরীর প্রতি ভালোবাসা উদযাপন করতেই আমাদের এ অ্যালবাম।’

গতানুগতিক ধারার বাইরে বেরিয়ে এসে অনলাইন প্লাটফর্মে ১১টি গানের একটি পরিপূর্ণ অ্যালবাম প্রকাশের বিষয়ে বাপ্পা মজুমদার বলেন, ‘আসলে অ্যালবাম কনসেপ্টটাই আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে। একটি ব্যান্ডের মূল বিষয় হচ্ছে সে ব্যান্ডের সিগনেচার সাউন্ড, যা শুনে শ্রোতারা সহজেই সে ব্যান্ডের গানের স্বাদটা নিতে পারে। একটি একটি করে গান প্রকাশ করে আসলে ব্যান্ডের সে সিগনেচার সাউন্ডটা পাওয়া সম্ভব নয়। এ চিন্তা থেকেই দলছুট ব্যান্ডের পূর্ণাঙ্গ অ্যালবামটি করা। আর অডিও স্ট্রিমিং প্লাটফর্ম, মোবাইল অ্যাপস ও সামাজিক যোগাযোগমাধ্যমেও যে পূর্ণাঙ্গ ব্যান্ডের অ্যালবাম প্রকাশ করা যায়, দলছুট সে চেষ্টা করে দেখাল।’

অডিও স্ট্রিমিং প্লাটফর্ম স্পটিফাইয়ে শিগগিরই অ্যালবামটি আসবে বলে বাপ্পা মজুমদার জানান। তবে ২১ এপ্রিল থেকে স্বাধীন মোবাইল অ্যাপে শ্রোতারা পুরো অ্যালবামটি শুনতে পারছেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন