ইথেনকে ড্যানজেলের পরামর্শ

পুরস্কার তোমার নয়, তুমি পুরস্কারের মর্যাদা বাড়াবে

ফিচার ডেস্ক

ইথেন হকের সঙ্গে ড্যানজেল ওয়াশিংটন ছবি: ডেডলাইন

অস্কার পেতে পেতে পাননি ইথেন হক। ২০০২ সালে ‘ট্রেইনিং ডে’ সিনেমার জন্য অস্কারপ্রত্যাশী ছিলেন তিনি। অনেকেই মনে করেছিলেন পুরস্কারটি তিনি পেয়ে যাবেন। কিন্তু সেরা সহঅভিনেতার পুরস্কার পেয়েছিলেন জিম ব্রডবেন্ট। ব্যাপারটা তার জন্য মন খারাপ করার মতোই ছিল। কিন্তু তাৎক্ষণিক কিছু পরামর্শ পেয়েছিলেন ইথেন। দিয়েছিলেন কিংবদন্তি অভিনেতা ড্যানজেল ওয়াশিংটন। ট্রেইনিং ডে সিনেমায় ইথেনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন ড্যানজেল। সম্প্রতি সে সময়কার ঘটনা নিয়ে ইথেন কথা বলেছেন ম্যাক্সের ‘হুজ টকিং টু ক্রিস ওয়ালেস?’ শোয়।

সেদিন অস্কার হাতছাড়া হলে মন খারাপ হয়েছিল ইথেনের। সে সময় ড্যানজেল ফিসফিস করে তাকে বলেছিলেন, ‘ভালো হয়েছে তুমি পুরস্কার পেলে না। কিছু ক্ষেত্রে পুরস্কার না পাওয়া ভালো।’

কিন্তু কেন এমন কথা বলেছিলেন ওয়াশিংটন। সে কথাও প্রকাশ করেছেন ইথেন। ড্যানজেলের কথা থেকেই উত্তর পাওয়া যায়। ড্যানজেলের দর্শন নিয়ে ইথেন বলেন, ‘সে মনে করে একটা পুরস্কার নিয়ে নিজের মর্যাদা বাড়ানো যায় না। বরং এমন সময়ে পুরস্কার আসা উচিত যেন পুরস্কৃত ব্যক্তির জন্য পুরস্কারের মর্যাদা বাড়ে।’

মূলত পুরস্কার নিয়ে সারা বিশ্বেই শিল্পীদের মধ্যে এক ধরনের চাহিদা থাকে। অনেকেই পুরস্কার কামনা করেন। তারা মনে করেন পুরস্কার পেলে নিজের মর্যাদা বাড়ে। ড্যানজেল তা মনে করতেন না। কেননা এ ধরনের চিন্তা একজন শিল্পীকে পিছিয়ে দেয়। সে কারণেই ইথেনকে বলেছিলেন মন খারাপ না করতে। ড্যানজেল প্রসঙ্গে ইথেন বলেন, ‘তার কথা ঠিক ছিল। কেননা ড্যানজেল ততদিনে এক জোড়া অস্কারের অধিকারী। অস্কার দিয়ে তার তেমন কিছু আসে যায় না। তিনি নিজেই একজন বড় অভিনেতা।’ এখানেই শেষ না। বেসবল তারকা বেব রুথের সঙ্গে ড্যানজেলকে তুলনা করে ইথেন বলেন, ‘তিনি আমাদের সময়ের সেরা অভিনেতা।’

আর সে অভিনেতার দুটো কথাই বদলে দিয়েছিল ইথেনের মনোজগৎ। এরপর থেকে ইথেন পুরস্কার নিয়ে ততটা ভাবেননি। তিনি বলেন, ‘ওই কথা আমার মাথায় প্রতিদিন ঘুরত। ড্যানজেলের চিন্তা খুবই স্বচ্ছ। তিনি আমাকে অনেক কিছু শিখিয়েছেন। আমি আমার পেশাকে একটা অন্য দৃষ্টিতে দেখতে শুরু করেছিলাম।’

পুরো ক্যারিয়ারে ইথেন চারবার অস্কারের জন্য মনোনীত হয়েছেন। এর মধ্যে পার্শ্ব অভিনেতা হিসেবে দুবার। এছাড়া বিফোর সানসেট ও বিফোর মিডনাইটে রূপান্তরিত চিত্রনাট্যের জন্য। রিচার্ড লুকলেটারের সঙ্গে এ সিনেমার চিত্রনাট্য ইথেন লিখেছিলেন।

অস্কার পেলে কেমন লাগত এমন প্রশ্নে ইথেন বলেন, ‘খুশি হতাম। কিংবা হতাম না। আমি আসলে এখন আর জানি না।’

ইথেন হক অস্কার না পেলেও সিনেমায় নিজের জায়গায় তিনি যথেষ্ট পরিচিত ও প্রশংসিত। ২০২১ সালে মুক্তি পাওয়া সিনেমা ব্ল্যাক টেলিফোন ও মুন নাইট সিরিজে তার অভিনয় প্রশংসিত হয়েছে। নব্বইয়ের জনপ্রিয় এ অভিনেতা নতুন করে নিজেকে উপস্থাপন করেছেন। মুক্তির অপেক্ষায় আছে আরো বেশকিছু সিনেমা ও সিরিজ।

সূত্র: ডেডলাইন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন