তীব্র গরমে বিপাকে শ্রমজীবী মানুষ

বণিক বার্তা প্রতিনিধি, হিলি

ছবি: বণিক বার্তা

দিনাজপুরের হিলিতে গত কয়েকদিন ধরে চলা তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ষ্ঠ হয়ে পড়েছে। অতিরিক্ত গরমের কারণে মানুষজন একান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। যাত্রী না পেয়ে আয়-রোজগার কমে বিপাকে পড়েছেন ভ্যান ও রিকশাচালকরা। একই অবস্থা চাতাল শ্রমিকদের। গরমে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে।

হিলিতে গত একসপ্তাহের বেশী সময় ধরে তীব্র তাপদাহ বয়ে চলছে। তাপমাত্রা ৩৩ থেকে ৩৭ ডিগ্রির মধ্যে উঠানামা করছে।

ভ্যানচালক আব্দুল খালেক বলেন, সড়কে মানুষজন নেই বললেই চলে। আর গরমের কারণে ভ্যান চালানো যাচ্ছে না।  এক ট্রিপ মেরে ছায়ায় বসে থাকতে হচ্ছে। আয় রোজগার তেমন একটা নেই।

চাতাল শ্রমিক রেজাউল ইসলাম বলেন, ধান সেদ্ধ শুকানোর কাজ রোদের মধ্যেই করতে হয়। কিন্তু গত কয়েকদিন ধরে  রোদের তীব্রতায় দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। অনেকেই অসুস্থ হয়ে পড়ছে।

আবহাওয়া অধিদফতর দিনাজপুরের ইনচার্জ আসাদুজ্জামান বলেন, বাতাসের আদ্রতা বেশি হওয়ায় এবং বাতাসের গতিবেগ কিছুটা কম থাকায় অসস্তি বেশী। আগামী কয়েকদিন এমন অবস্থা থাকবে বলেও জানিয়েছেন তিনি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন