অং সান সুচিকে কারাবন্দি থেকে গৃহবন্দি করা হয়েছে

বণিক বার্তা অনলাইন

ফাইল ছবি

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী নোবেল বিজয়ী অং সান সুচিকে কারাবন্দি থেকে গৃহবন্দি করা হয়েছে। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, তাপপ্রবাহের কারণে স্বাস্থ্যগত অবস্থা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। খবর আল জাজিরা।

মঙ্গলবার (১৬ এপ্রিল) মেজর জেনারেল জাও মিন ‍তুন বিদেশী গণমাধ্যমকে বলেন, অং সান সুচি ও তার সরকারের প্রেসিডেন্ট উইন মিন্টকে বয়স্ক ও অসুস্থ বন্দিদের সঙ্গে কারাগার থেকে বের করা হয়।

৭৮ বছর বয়সী অং সান সুচিকে ২০২১ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার পর মিয়ানমারের সেনাবাহিনী তাকে কারাবন্দি করে।

মিয়ানমারের আবহাওয়া বিভাগের মতে, নেপিডোতে মঙ্গলবার (১৬ এপ্রিল) ৩৯ ডিগ্রি সেলসিয়াস (১০২.২ ডিগ্রি ফারেনহাইট) তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে।

বিশ্বের অনেক দেশের সরকার অং সান সুচিসহ কয়েক হাজার রাজনৈতিক বন্দির নিঃশর্ত মুক্তি চেয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য দক্ষিণ এশিয়ার এ দেশটির সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

এদিকে মঙ্গলবার মিয়ানমারের জাতীয় ঐক্য সরকারের একজন মুখপাত্র অং সান সুচি ও উইন মিন্টকে নিঃশর্ত মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছে।

যদিও সেদিনই মুখপাত্র কিয়াও জাও রয়টার্সকে বলেন, কারাগার থেকে গৃহবন্দি করা ইতিবাচক। কেননা গৃহ কারাগার থেকে উত্তম।    

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন