সরবরাহ কমার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে বেড়েছে তামার দাম

বণিক বার্তা ডেস্ক

ছবি : সংগৃহীত

সরবরাহ কমার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে গতকাল বেড়েছে তামার দাম। চীনের শীর্ষ বিগলন কেন্দ্রগুলো উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেয়ায় ধাতুটির বাজার ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। পাশাপাশি চীনের অর্থনীতিতে স্থিতিশীলতার ইঙ্গিত এবং শিল্প খাতের প্রসারও দাম বাড়াতে সহায়তা করেছে। খবর বিজনেস রেকর্ডার।

লন্ডন মেটাল এক্সচেঞ্জে তিন মাস সরবরাহ চুক্তিতে গতকাল তামার দাম দশমিক ৪ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৮ হাজার ৮৮৩ ডলারে। অন্যদিকে সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে সবচেয়ে বেশি লেনদেন হওয়া মে মাসে সরবরাহ চুক্তির দাম টনপ্রতি দশমিক ৫ শতাংশ বেড়ে ৭২ হাজার ৪২০ ইউয়ানে উন্নীত হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কাঁচামাল সংকটে চীনের বিগলন প্রতিষ্ঠানগুলো তামা উৎপাদনে হিমশিম খাচ্ছে। এ কারণে নেতৃস্থানীয় বিগলন কেন্দ্রগুলো উত্তোলন ৫-১০ শতাংশ কমানোর প্রস্তাব করেছে।

জলবায়ু পরিবর্তন রোধের অংশ হিসেবে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধিতে জোর দিচ্ছে বর্তমান বিশ্ব। ফলে এ খাতে অপরিহার্য ধাতু তামার চাহিদা বাড়ছে লাফিয়ে। কিন্তু বৈশ্বিক সরবরাহ সংকটে এ চাহিদা পূরণ সম্ভব হচ্ছে না। সরবরাহ ও চাহিদার মধ্যে ক্রমবর্ধমান ব্যবধানের কারণে আকাশচুম্বী হয়ে উঠেছে দাম। দুই বছরের মধ্যে তামার বৈশ্বিক দাম ৭৫ শতাংশেরও বেশি বাড়তে পারে বলে মনে করছেন বাজার পর্যবেক্ষরা।

ধাতুটিকে বিশ্বব্যাপী অর্থনৈতিক স্বাস্থ্যের অন্যতম নির্দেশক হিসেবে ধরা হয়। বৈদ্যুতিক উপকরণ ও শিল্প খাতের যন্ত্রাংশ তৈরিতে ধাতুটির ব্যবহার ব্যাপক। বর্তমানে অর্থনৈতিক প্রবৃদ্ধির আভাসও তামার চাহিদা বৃদ্ধিতে বড় প্রভাব রাখছে। 

ফিচ সলিউশনের গবেষণা ইউনিট বিএমআইয়ের এক প্রতিবেদনে বলা হয়, পরিচ্ছন্ন জ্বালানিতে স্থানান্তর এবং চলতি বছরের দ্বিতীয়ার্ধে ডলারের সম্ভাব্য বিনিময় হার হ্রাস তামার বাজারকে ঊর্ধ্বমুখী করে তুলবে।

বাজার পর্যবেক্ষকরা বলছেন, চলতি বছর মার্কিন ফেডারেল রিজার্ভ সুদহার কমাতে পারে। এতে ডলারের বিনিময় হার কমবে। ফলে অন্য মুদ্রার ক্রেতাদের কাছে ডলারে লেনদেন হওয়া তামার চাহিদা বাড়বে। 

সিটি ব্যাংক গত ডিসেম্বরে দেয়া এক পূর্বাভাসে জানায়, নবায়নযোগ্য জ্বালানির ঊর্ধ্বমুখী লক্ষ্যমাত্রার কারণে ২০৩০ সালের মধ্যে বিশ্বজুড়ে অতিরিক্ত ৪২ লাখ টন তামার চাহিদা তৈরি হতে পারে। এতে ২০২৫ সালের মধ্যে প্রতি টন তামার মূল্য ঠেকতে পারে ১৫ হাজার ডলারে, যা গত বছরের মার্চের রেকর্ড মূল্যবৃদ্ধির চেয়ে অনেক বেশি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন