দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাট

ঈদযাত্রায় ভোগান্তির কারণ হতে পারে অ্যাপ্রোচ সড়ক

বণিক বার্তা প্রতিনিধি I রাজবাড়ী

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটের সব অ্যাপ্রোচ সড়ক উঁচু হওয়ায় প্রায় সময় ঘটছে দুর্ঘটনা ছবি : নিজস্ব আলোকচিত্রী

দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাট দিয়ে প্রতিদিন এক দেড় হাজার যানবাহন পারাপার করা হয়। ঈদে এর পরিমাণ বাড়ে কয়েক গুণ। পদ্মা নদীর পানি কমে যাওয়ায় রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটের সব অ্যাপ্রোচ সড়ক স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ উঁচু হয়েছে। এ কারণে প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এখনই ব্যবস্থা না নিলে এ সড়ক ঈদে ভোগান্তির কারণ হতে পারে বলে মনে করছেন যাত্রী ও গাড়িচালকরা। ঘাট কর্তৃপক্ষ বলছে, ঈদে যানবাহন পারাপার নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

গত মঙ্গলবার রাতে দৌলতদিয়ার চার নম্বর ঘাটে ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি ট্রাক। এ কারণে বুধবার দুপুর পর্যন্ত এ ঘাটে যানবাহন পারাপার বন্ধ ছিল। এর আগে গত সপ্তাহে ৭ নম্বর ঘাটে ফেরি থেকে নামতে গিয়ে পদ্মা নদীতে পড়ে যায় একটি কাভার্ড ভ্যান। এছাড়াও প্রতিদিনই ফেরি থেকে নামতে ও উঠতে গিয়ে ঘটছে দুর্ঘটনা।

স্থানীয় বাসিন্দা আনোয়ার মোল্লা জানান, পদ্মার পানি কমে দৌলতদিয়ার সচল থাকা ৩, ৪ ও ৭ নম্বর ঘাটের সংযোগ সড়কগুলো উঁচু ও পন্টুন নিচু হয়েছে। যেদিকে কোনো খেয়াল নেই ঘাট কর্তৃপক্ষের। এ কারণেই ঘটছে দুর্ঘটনা।

ফরিদপুর থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের সুপারভাইজর মো. নাসির বলেন, ‘ঘাটের অব্যবস্থাপনার জন্য ঘটছে দুর্ঘটনা। নষ্ট হচ্ছে গাড়ির যন্ত্রাংশ। এখনই ঘাটের অ্যাপ্রোচ সড়ক মেরামত না করলে ঈদে যাত্রী পারাপার কষ্টকর হবে।’

রাজবাড়ী থেকে রাবেয়া পরিবহনে ঢাকায় যাওয়া যাত্রী লিটন খান বলেন, ‘আমরা চাই নিরাপদ ও ভোগান্তিমুক্ত ফেরিঘাট। যাতে প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দে যেতে বেগ পেতে না হয়। ঈদের সময় পর্যাপ্ত ফেরি রাখা, ঘাট মেরামতসহ সব ধরনের ব্যবস্থা করা উচিত।’

এ বিষয়ে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, ‘ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। বাড়ানো হবে ফেরি। ঈদযাত্রায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৫টি ফেরি ও ২২টি লঞ্চ সার্বক্ষণিক পারাপার করবে।’

রাজবাড়ীর পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ বলেন, ‘ঘাটের নিরাপত্তায় থাকবে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা। ঘাটে চাঁদাবাজি বন্ধে থাকবে টহল টিম। মানুষ যাতে নিরাপদে বাড়ি আসতে পারে, আবার ঈদ শেষে নিরাপদে কর্মস্থলে ফিরতে পারে সেজন্য সব ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন