অ্যানের ক্যারিয়ার বাঁচিয়েছিলেন নোলান

ফিচার ডেস্ক

অ্যান হ্যাথাওয়ে ছবি: পিপল

কর্মের যেকোনো ক্ষেত্রেই মানুষ স্বীকৃতি আশা করে। আর স্বীকৃতির একটি ক্ষেত্র পুরস্কার। বৈশ্বিক সিনেমার ক্ষেত্রে অস্কার বা একাডেমি অ্যাওয়ার্ডকে সর্বোচ্চ পুরস্কার ধরা হয়। যিনি তা পেলেন তিনি এগিয়ে গেলেন। কিন্তু পুরস্কার পেয়ে ক্ষতির শিকার হওয়ারও নজির আছে। তেমনই একজন অ্যান হ্যাথাওয়ে। ‘‌লা মিজারেবল’-এর জন্য তিনি সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে অস্কার পেয়েছিলেন। কিন্তু এরপর ক্যারিয়ারে এসেছিল খারাপ সময়। সম্প্রতি এ নিয়ে কথা বলেছেন তিনি। জানিয়েছেন, কেমন করে সেখান থেকে নিজেকে বের করে এনেছেন। এক্ষেত্রে তাকে সাহায্য করেছিলেন ক্রিস্টোফার নোলান।

ভ্যানিটি ফেয়ারের সঙ্গে কথোপকথনে অ্যান জানিয়েছেন, একটা সময় লোকে তাকে ঘৃণা করত। কিন্তু কেন? এর উত্তরে তিনি বলেন, ‘অনেকেই আমাকে কোনো চরিত্র দিতে চাইতেন না। কেননা অনলাইনে আমার চরিত্র নিয়ে, আমাকে নিয়ে নানা রকম কথা হতো। এ সময় নোলান আমার জন্য একজন দেবদূতের মতো হাজির হয়েছিলেন। তিনি কোনোকিছুর তোয়াক্কা না করে আমার পাশে দাঁড়িয়েছিলেন। দিয়েছিলেন এমন একটি চরিত্র, যা আমার পুরো ক্যারিয়ারের অন্যতম সেরা।’

‘‌দ্য ডার্ক নাইট রাইজেস’-এর ক্যাটউইম্যান নয়, অ্যান বলেছেন ইন্টারস্টেলারের ড. অ্যামেলিয়া ব্র্যান্ডের কথা। তিনি বলেন, ‘আমি জানি না নোলান আদৌ জানতেন কিনা যে তিনি আসলে আমার একটা বড় উপকার করছেন, কিন্তু তিনি না জানলেও তা হয়েছিল। আমার ক্যারিয়ার টিকে ছিল। নইলে তা ধসে যাওয়ার মতো একটা পরিস্থিতি হতো।’

মূলত লা মিজারেবল সমালোচকদের দৃষ্টিতে একটি অসাধারণ সিনেমা বলে বিবেচিত হলেও দর্শক তা পছন্দ করেনি। বিশেষত অ্যানের চরিত্রটি তারা বুঝতে পারেনি। তাকে সিনেমার চরিত্রের মতো করেই বাস্তবে দেখা হতো। অ্যান বলেন, ‘আসলে অপমানের মধ্য দিয়ে যাওয়া কঠিন। এ থেকে বাঁচার উপায় হলো নিজেকে ধরে রাখা, দুর্বল না হওয়া। কিন্তু অস্কারের পর আমাকে যার মধ্য দিয়ে যেতে হয়েছে, মনে হতো ক্রমাগত আঘাত করা হচ্ছে।’

সেই সময় অ্যামেলিয়া ব্র্যান্ডের চরিত্রটি অ্যানকে নতুন একটি সুযোগ তৈরি করে দেয়। এছাড়া নোলান শুরু থেকেই ছিলেন বন্ধুসুলভ। দ্য ডার্ক নাইট রাইজেস করার সময় থেকে তিনি হ্যাথাওয়েকে নানাভাবে সমর্থন দিয়েছেন। পুরনো কষ্ট, অপমান অ্যান ভুলে যেতে চান, সে কথা বলার পাশাপাশি জানান, বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশেও তিনি অকুণ্ঠ।

সূত্র: ভ্যারাইটি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন