ফেনীর ডাকাত সর্দার লিটন র‌্যাবের হাতে গ্রেফতার

বণিক বার্তা প্রতিনিধি, ফেনী

ছবি: বণিক বার্তা

ফেনীতে হত্যা, অবৈধ অস্ত্র, মাদক এবং ডাকাতিসহ ১০ মামলার আসামি আন্তঃজেলা ডাকাত দলের সর্দার আব্দুল হান্নান লিটনকে (৩৩) চট্টগ্রামের মীরসরাই থেকে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল সোমবার (১৮ মার্চ) তাকে চট্টগ্রামের মীরসরাই উপজেলা থেকে গ্রেফতার করে মঙ্গলবার (১৯ মার্চ) আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত লিটন ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের আব্দুল হাই জাহাঙ্গীরের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরের দিকে চট্টগ্রামের মিরসরাই এলাকায় লিটনকে গ্রেফতার করতে অভিযান পরিচালনা করা হয়। তাকে মিঠাছড়া এলাকা থেকে আটক করা হয়েছে। এসময় তার সঙ্গে থাকা ১৪ হাজার ৪০০ টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

ফেনীস্থ র‌্যাব-৭ এর কোম্পানি কমান্ডার স্কোয়াডন লিডার সাদেকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত লিটনের বিরুদ্ধে ১টি হত্যা মামলা, ৭টি ডাকাতি মামলা, ১টি অস্ত্র মামলা ও ১টি মাদক মামলাসহ ১০টি মামলা রয়েছে। মঙ্গলবার তাকে ফেনী মডেল থানায় হস্তান্তরের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন