ই-জিপি জানতে ঢাকায় তানজানিয়ার প্রতিনিধিদল

সংগৃহীত

বাংলাদেশের সরকারি ক্রয়ে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) সিস্টেমের সফল বাস্তবায়ন সম্পর্কে জানতে তানজানিয়ার ১২-সদস্যের একটি প্রতিনিধিদল গতকাল সোমবার ঢাকায় বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ)-এর কার্যালয় পরিদর্শন করেছে।

তানজানিয়ার এ সরকারি ক্রয় প্রতিনিধি দলের চারদিনব্যাপী বাংলাদেশ সফরের উদ্দেশ্য হলো- বাংলাদেশে কীভাবে ই-জিপি বাস্তবায়ন সফল হয়েছে এবং কী কী চ্যালেঞ্জ মোকাবেলা করেছে সেগুলো সরেজমিনে জানা এবং মতবিনিময়ের মাধ্যমে সেদেশে ই-জিপি বাস্তবায়ন জোরদার করা। তানজানিয়ার পাবলিক প্রকিউরমেন্ট রেগুলেটরি অথরিটির (পিপিআরএ) মহাপরিচালক ইলিয়াকিম সি. মাসয়ি এ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। 

গতকাল বিপিপিএ’র প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শোহেলের রহমান চৌধুরী প্রতিনিধিদলকে স্বাগত জানান। এ সময় বিপিপিএ’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

বিপিপিএ কনফারেন্স কক্ষে প্রথম দিনের সভায় প্রধান নির্বাহী কর্মকর্তা বাংলাদেশে সরকারি ক্রয় সংস্কার, পূর্বতন সিপিটিইউ’র প্রতিষ্ঠা, আইনী কাঠামো ও ডিজিটাইজেশনের ওপর একটি উপস্থাপনা পেশ করেন। তানজানিয়া পিপিআরএ মহাপরিচালক সে দেশের সরকারি ক্রয়ের ডিজিটাইজেশন ও তাদের প্রত্যাশার বিষয়ে কথা বলেন। 

তিনি বলেন, ‘২০২২ এ তারা ই-জিপি সিস্টেম সম্প্রসারণ ও জোরদার করার সিদ্ধান্ত নেন। এ কার্যক্রমের অংশ হিসেবেই তানজানিয়া বাংলাদেশের ই-জিপি বাস্তবায়ন স্বচক্ষে দেখার সিদ্ধান্ত নিয়েছে। বিপিপিএ’র প্রধান নির্বাহী এ বিষয়ে তাদের সব ধরনের সহযোগিতা দেয়ার আশ্বাস দেন।’

বিপিপিএ’র সিনিয়র সিস্টেম এনালিস্ট মো. মোশারফ হোসেন ই-জিপি সিস্টেমের ওপর একটি সার্বিক উপস্থাপনা পেশ করেন। দ্বিতীয় দিন ই-জিপি সিস্টেমের ওপর ডেমনোস্ট্রেশন দিবেন দোহাটেক নিউ মিডিয়ার ই-জিপি দলনেতা নাজমুল ইসলাম ভুঁইয়া, ইলেকট্রনিক প্রকল্প তথ্য ব্যবস্থাপনা সিস্টেমের ওপর উপস্থাপনা দিবেন বিপিপিএ’র পরিচালক মো. আকনুর রহমান পিএইচডি এবং ই-জিপি সিকিউরিটির ওপর সিনিয়র পরামর্শক মো. মইনুল হোসেন। তৃতীয় ও চতুর্থ দিনে দোহাটেক নিউ মিডিয়া তানজানিয়া দলকে ই-জিপি বিষয়ে ব্যবহারিক ধারণা দেবেন। 

তানজানিয়ার এ প্রতিনিধি দলে সে দেশের অর্থ মন্ত্রণালয়, পিপিআরএ, মেডিক্যাল স্টোরস ডিপো, আইসিটি ও পরিসংখ্যান ও সরকারি ক্রয় নীতি বিষয়ক কর্মকর্তারা অন্তর্ভুক্ত রয়েছে। 

আগামী ২১ মার্চ তাদের এ সফর শেষ হবে। বাংলাদেশ ২০১১ সাল থেকে সরকারি ক্রয়ে ই-জিপি বাস্তবায়ন শুরু করেছে। গত ১৮ সেপ্টেম্বর সরকার পূর্বতন সিপিটিইউকে বিপিপিএ তে রুপান্তর করেছে। - বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন