এক যুগের বেশি সময় পর প্রেক্ষাগৃহ মাতাচ্ছেন নিরব-অপু

সাবিহা জামান শশী

ছবি: নিরব হোসেনের ফেসবুক

চা শ্রমিকদের জীবনের বিভিন্ন গল্প নিয়ে নির্মাণ হয়েছে সিনেমা ‘ছায়াবৃক্ষ’। ভালোবাসা দিবসকে কেন্দ্র করে ১৬ ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তি পেয়েছে। বন্ধন বিশ্বাসের পরিচালনায় এ সিনেমায় জুটি হিসেবে অভিনয় করেছেন নিরব হোসেন ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। সিনেমাটির মধ্য দিয়ে দীর্ঘ সময় পর প্রেক্ষাগৃহে আবার দেখা মিলল এ জুটির। এতে দুজনকেই দেখা গেছে চা শ্রমিকের ভূমিকায়।

ছায়াবৃক্ষ সিনেমার গল্প আর নিজের চরিত্র নিয়ে নিরব বলেন, ‘পোস্টার থেকেই এটা স্পষ্ট যে এ সিনেমায় সবাই মেকআপবিহীন। চা শ্রমিকদের যাপিতজীবন ও সংগ্রামের গল্প উঠে এসেছে এ সিনেমায়। চা বাগান থেকেই গল্প এসেছে সিনেমাটিতে। মূলত গল্পই এ সিনেমার প্রাণ। ছায়াবৃক্ষে আমার চরিত্রের নাম অনুপ। নিজের চরিত্র ফুটিয়ে তুলতে অনেক পরিশ্রম করতে হয়েছে। চা শ্রমিকদের আচার-আচরণ ও তাদের ভাষা শেখাটা চ্যালেঞ্জ ছিল। নিজেদের চরিত্র ফুটিয়ে তুলতে মেকআপ ছাড়া একদম মাটির সঙ্গে মিশে যেতে হয়েছিল। আমার মনে হয়, ছায়াবৃক্ষকে বলা যায় একটা বঞ্চিত শ্রেণীর হাহাকার।’

এক যুগের বেশি সময় পর অপু বিশ্বাসের সঙ্গে অভিনয় করা প্রসঙ্গে নিরব বললেন, ‘দীর্ঘ বছর পর অপু বিশ্বাসের সঙ্গে কাজ করা হলো। ‘‘‌‌মন যেখানে হৃদয় সেখানে’’ সিনেমায় অপু বিশ্বাসের সঙ্গে সর্বশেষ অভিনয় করেছিলাম। এরপর স্টেজ শোয়ে পারফর্ম করলেও দুজনের একসঙ্গে সিনেমায় অভিনয় করা হয়ে ওঠেনি। অপু বিশ্বাস শুধু ভালো অভিনয় করে এমন নয়, সে খুব সহযোগিতাপরায়ণ শিল্পী। সব মিলিয়ে এটা বলব, ছায়াবৃক্ষ অনেক ভালো হয়েছে।’ সিনেমাটি মুক্তির পর কেমন সাড়া পাচ্ছেন জানতে চাইলে নিরব বলেন, ‘শুক্রবার সিনেমাটি মুক্তি পেয়েছে। আর এটি নিয়ে দর্শকের আগ্রহ জানতে আরো কয়েকদিন সময় লাগবে। তবে অনেকের কাছ থেকেই ইতিবাচক মন্তব্য শুনতে পাচ্ছি। আমার বিশ্বাস, সিনেমাটি দেখে দর্শক হতাশ হবে না। এ সিনেমার মধ্য দিয়ে দর্শক দারুণ একটা গল্প পাবে। আর পর্দায় দেখতে পাবে চা শ্রমিকদের অন্য রকম এক জগৎ।’

নতুন বছরে মুক্তি পেয়েছে অপু বিশ্বাস অভিনীত নতুন সিনেমা ‘ট্র্যাপ’। এ ছবিতে জয় চৌধুরীর বিপরীতে দেখা গেছে অভিনেত্রীকে। আর এ সপ্তাহে ছায়াবৃক্ষ। সিনেমাটিতে অপু বিশ্বাসকে দেখা গেছে তুলি চরিত্রে। মুক্তির আগে সংবাদ সম্মেলনে অংশ নেন এ সিনেমার কলাকুশলীরা। সেখানে অপু বিশ্বাস বলেন, ‘নিরবের সঙ্গে ১৫ বছর পর কাজ করলাম। সে অনেক পেশাদার আর্টিস্ট। পেশাদার বলে সে তার কাজকে সিরিয়াসভাবে করেছে। সহশিল্পী হিসেবে সে আমাকে পজিটিভলি রিসিভ করেছে। তার এ বিষয়ে আমি মুগ্ধ হয়েছি। আগামীতে চাইব তার সঙ্গে আরো বেশি সিনেমা হোক।’

ছায়াবৃক্ষে নিরব-অপু ছাড়াও অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, ডন, এলিনা শাম্মি, আজম খান প্রমুখ। এ সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ একটি চরিত্র কাজী নওশাবা আহমেদ। সিনেমাটি নিয়ে এ অভিনেত্রী বলেন, ‘শুরুতে ভেবেছিলাম, এটি কমার্শিয়াল সিনেমা হতে যাচ্ছে। তবে সিনেমাটার গল্প শুনে মনে হয়েছে আমি যেমন গল্প চাই এ সিনেমা ঠিক তেমন। কমার্শিয়াল ও আর্টের দারুণ সমন্বয় ছায়াবৃক্ষ। এ সময়ে এসে কমার্শিয়াল ও আর্টের মিশেলে ভারতে ‘‌জওয়ান’ ও ‘‌টুয়েলফথ ফেইল’-এর মতো সিনেমা হচ্ছে। আমার মনে হয়, আমাদের দেশেও তেমনটা হওয়া উচিত, আর বলা যায় ছায়াবৃক্ষ ঠিক তেমনই একটা সিনেমা। সিনেমাটি নিয়ে দর্শকের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি।’

২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ছায়াবৃক্ষ। অনুপম কথাচিত্রের ব্যানারে সিনেমাটির কাহিনী ও সংলাপ তানভীর আহমেদ সিডনির। সংগীত করছেন ইমন সাহা। সহপ্রযোজনা করছে অনুপম কথাচিত্র। ২০২১ সালের নভেম্বরে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সিনেমাটির শুটিং শুরু হয়। আর শেষ হয় শ্রীমঙ্গলে। গত বছর ছায়াবৃক্ষ আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন