শিগগিরই চালু হচ্ছে বুড়িমারী এক্সপ্রেস ট্রেন

মোয়াজ্জেম হোসেন, লালমনিরহাট

ছবি : সংগৃহীত

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর থেকে ঢাকা রুটে শিগগিরই চালু হচ্ছে বুড়িমারী এক্সপ্রেস ট্রেন। ঢাকার উদ্দেশে চলাচলের জন্য ১৮ ফেব্রুয়ারি উদ্বোধনের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। নতুন এ আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনটি তিনবিঘা করিডোর নামে চালুর কথা থাকলেও নাম পরিবর্তন করে বুড়িমারী এক্সপ্রেস করেছে রেলপথ মন্ত্রণালয়।

লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় ম্যানেজারের কার্যালয় সূত্রে জানা গেছে, ট্রেনটি বুড়িমারী থেকে লালমনিরহাট হয়ে রংপুরের কাউনিয়া, গাইবান্ধা, বগুড়ার সান্তাহার ও নাটোর হয়ে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে যাবে। ট্রেনটি ফেব্রুয়ারিতে চালু না হলে আগামী মার্চে চালুর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

লালমনিরহাট বিভাগীয় ক্যারেজ অ্যান্ড ওয়াগন শাখার ইনচার্জ (টিএক্সআর) মো. আব্দুল মান্নান বণিক বার্তাকে বলেন, ‘প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনবিঘা করিডোর এক্সপ্রেস নামের বদলে বুড়িমারী এক্সপ্রেস নামে ট্রেনটি চালু করা হবে। নতুন ট্রেন চালুর জন্য এসি স্লিপার, এসি চেয়ারসহ ১৫টি কোচ সংযুক্ত করে একটি রেক প্রস্তুত করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যখনই চাইবে আমরা তখনই রেকটি সরবরাহ করতে প্রস্তুত আছি। এখন রেকটি লালমনিরহাট রেলওয়ে স্টেশনের ওয়াশপিটের পাশেই রাখা হয়েছে। ১৮ ফেব্রুয়ারি ট্রেনটি উদ্বোধনের কথা শোনা যাচ্ছে। যদিও এখন পর্যন্ত আমরা অফিশিয়ালি কোনো কাগজপত্র পাইনি।’

এ বিষয়ে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) মো. আব্দুস সালাম বণিক বার্তাকে বলেন, ‘১৮ ফেব্রুয়ারি সম্ভাব্য তারিখ ধরে ট্রেনটি উদ্বোধনের প্রস্তুতি চলছে। যদিও রেলপথ মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত নির্ধারিত তারিখ পাওয়া যায়নি। প্রথমে ট্রেনটি সপ্তাহে তিনদিন করে চলাচল করবে। বুড়িমারীতে ওয়াশপিট নির্মাণসহ আরো একটি রেক-লোকোমোটিভ পাওয়ার পর পরবর্তী সময়ে ট্রেনটি সপ্তাহে ছয়দিন পরিচালনা করা হবে।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন