পিকি ব্লাইন্ডার্সে ফিরতে চান কিলিয়ান মারফি

ফিচার ডেস্ক

ছবি: ভ্যারাইটি

হলিউড সিনেমায় নতুন মাত্রা যোগ করেছে ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহাইমার’। তার সূত্রে রবার্ট ওপেনহাইমার চরিত্রে চমক দেখিয়েছেন কিলিয়ান মারফি। গোল্ডেন গ্লোব জিতে নেয়া ও অস্কারের মনোনয়ন পাওয়া এ অভিনেতা সম্প্রতি ‘‌পিকি ব্লাইন্ডার্স’ সিরিজের থমাস শেলবি চরিত্রে ফেরার ইচ্ছা জানালেন। তিনি বলেন, ‘যদি আরো গল্প থাকে, যদি স্টিফেন নাইট নতুন কোনো স্ক্রিপ্ট তৈরি করে থাকেন, তাহলে আমি সেখানে থাকব। যদি স্টিফেন ৫০ বছর বয়সী টমি শেলবিকে দেখাতে চান, আমি সেখানে থাকব।’ 

বিবিসি রেডিও ফোরের ‘ডেজার্ট আইল্যান্ড ডিস্ক’ অনুষ্ঠানে এসে ওপেনহাইমার ও পিকি ব্লাইন্ডার্স নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন মারফি। অভিনেতা জানান, তিনি বুঝতে পেরেছিলেন ওপেনহাইমার চরিত্রটা হবে গোটা স্ক্রিপ্টের নির্যাস। ফলে সেখানকার সবকিছুকে ধারণ করতে হয়েছে। পাশাপাশি যুক্ত ছিল নিজের কিছু উপাদানও। ফলে দুয়ে মিলে যে ওপেনহাইমার তৈরি হলো, তা একই সঙ্গে ক্রিস্টোফার নোলান ও তার সংস্করণ। সফলতার প্রশ্নে মারফি স্বীকার করেছেন, অ্যাওয়ার্ড মৌসুমের বহু আগে থেকেই তিনি লাল গালিচায় হাঁটার জন্য মুখিয়ে ছিলেন। তিনি বলেন, ‘অভিনয়ে এ পর্যন্ত আসতে অনেক সংগ্রাম করেছি। অভিনয় দেখার বিষয়টি দর্শকের কাছে উপভোগের। আপনার উপভোগের বিষয়বস্তু বদলাতে পারত। কিন্তু আমার ক্ষেত্রে তা নয়।’

মঞ্চের তুলনায় ফিল্মের সেটে মারফির নার্ভ অনেক বেশি দুর্বল থাকে। এ বিষয়ে তিনি জানান, মঞ্চ ও ফিল্ম সেটের মধ্যে পার্থক্য হলো নিয়ন্ত্রণ ক্ষমতা। মঞ্চের বিষয়ে আমরা নিয়ন্ত্রণ রাখতে পারি। কোনো কিছু বেহাত হয়ে গেলে পরের দিন তা শুধরে নেয়া সম্ভব। কিন্তু চলচ্চিত্রে কোনো কিছু ফসকে গেলে আর ঠিক করা যায় না। 

৪৭ বছর বয়সী এ অভিনেতা জানান, প্রথম জীবনে তার স্বপ্ন ছিল সংগীতের দুনিয়ায় প্রবেশ করা। সেটা প্রায় বাস্তবেই রূপ নিতে যাচ্ছিল। কিন্তু অভিভাবকদের পক্ষ থেকে বাধা এল। মারফিও হাল ছেড়ে দিয়ে অভিনয়ে পা রাখলেন। মূলত ‘দ্য উইন্ড দ্যাট শেকস দ্য বারলে’ সিনেমায় অভিনয় তাকে প্রথম সারিতে নিয়ে এসেছে। তবে পিকি ব্লাইন্ডার্সের থমাস শেলবি চরিত্রের মাধ্যমে তিনি লোকমুখে পরিচিত নামে পরিণত হন। 

সূত্র: দ্য গার্ডিয়ান

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন