সেমিকন্ডাক্টর খাতে স্বয়ংসম্পূর্ণতা

উন্নত চিপ তৈরি করলেও সংকট কাটেনি চীনের

বণিক বার্তা ডেস্ক

চীনের আনহুই প্রদেশের একটি সেমিকন্ডাক্টর কারখানা ছবি: রয়টার্স

সেমিকন্ডাক্টর তৈরিতে উন্নত প্রযুক্তি যন্ত্রাংশ রফতানিতে চীনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বিভিন্ন মাধ্যমে দেশটির প্রযুক্তি খাতের প্রবৃদ্ধি রোধের চেষ্টা করা হলেও থেমে নেই চীন। দেশটির অন্যতম কোম্পানি এসএমআইসি কয়েক মাস ধরে উন্নত চিপ তৈরি করছে। তবে এর পরও সেমিকন্ডাক্টর খাতে স্বাবলম্বী হয়ে ওঠার ক্ষেত্রে চীনের সামনে বড় বাধা রয়েছে বলে মনে করছেন প্রযুক্তিবিশারদরা।

সিএনবিসিতে প্রকাশিত খবরে বলা হয়, দেশটির প্রযুক্তি কোম্পানি হুয়াওয়ে মেট ৬০ সিরিজ বাজারজাতের মাধ্যমে সাহসী পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে। এসএমআইসিও প্রযুক্তিগত উ্ন্নয়নে বিনিয়োগ অব্যাহত রেখেছে। কিন্তু এসব অগ্রগতি কতটা টেকসই হবে সেটিও বাজার বিশ্লেষকদের মনে প্রশ্ন তৈরি করেছে।

উন্নত প্রযুক্তি যন্ত্রাংশ রফতানিতে নিষেধাজ্ঞা থাকায় দুটি বড় সংকটের মধ্যে রয়েছে চীন। বিশেষ করে উন্নত চিপ তৈরিতে পুরনো যন্ত্রাংশ এসব সংকট তৈরির প্রধান কারণ। প্রথমত চিপ তৈরিতে পুরনো যন্ত্রাংশ ব্যবহারের কারণে উৎপাদন খরচ কয়েক গুণ বেড়ে যাবে। আরেকটি বিষয় হচ্ছে, কার্যকর চিপ তৈরি গ্রাহকের কাছে বিক্রি করা। পুরনো যন্ত্রাংশের কারণে অধিকাংশ চিপ গ্রাহক চাহিদা অনুযায়ী কাজ করতে পারবেন না। যার পরিপ্রেক্ষিতে চিপ অবিক্রীত অবস্থায় পড়ে থাকবে।

চীনের চিপ কোম্পানিগুলোর সঙ্গে সম্পৃক্ত তিনটি সূত্রের বরাতে ফাইন্যান্সিয়াল টাইমসে প্রকাশিত এক খবরে বলা হয়, ফাইভ সেভেন ন্যানোমিটার প্রসেস প্রযুক্তিতে তৈরি চিপের জন্য টিএসএমসির তুলনায় এসএমআইসিকে ৪০-৫০ শতাংশ বেশি দাম নির্ধারণ করতে হবে। সবচেয়ে উন্নত সেমিকন্ডাক্টর উৎপাদনের দিক থেকে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি বিশ্বে পরিচিত। কোম্পানিটি অ্যাপল থেকে শুরু করে এনভিডিয়ার জন্য চিপ তৈরি করে থাকে।

তক্ষশীলা ইনস্টিটিউশনের হাই-টেক জিওপলিটিক্স প্রোগ্রামের চেয়ারপারসন প্রণয় কোটাস্থানে জানান, উন্নত চিপ তৈরিতে এসএমআইসি চীন বিনিয়োগ অব্যাহত রাখবে। তবে সামগ্রিকভাবে নতুন প্রজন্মের চিপ বাজারে আসার সঙ্গে উৎপাদন খরচও বাড়তে থাকবে। এএসএমএলের ইইউভি মেশিন না পেলে খরচ কমানো যাবে না।

ইমেইল বার্তার মাধ্যমে কোটাস্থানে বলেন, ‘চিপের কার্যক্ষমতা গ্রাহক চাহিদার বর্তমান সমস্যা হয়তো বিনিয়োগের মাধ্যমে সমাধান করবে এসএমআইসি। কেননা এটি চীনের জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে।

গত বছর চীনের বাজারে আসা মেট ৬০ ডিভাইসে ফাইভজি নেটওয়ার্ক কানেক্টিভিটিসহ সেভেন ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি চিপ দেয়া হয়েছে। ফাইন্যান্সিয়াল টাইমস প্রকাশিত অন্য এক প্রতিবেদনে বলা হয়, এসএমআইসি বর্তমানে হুয়াওয়ের জন্য ফাইভ ন্যানোমিটার প্রযুক্তি চিপ তৈরিতে নতুন কারখানা স্থাপন করছে।

মেট ৬০ সিরিজে ন্যানোমিটারের চিপ ব্যবহার নিয়ে দ্বিধা রয়ে গেছে। কেননা বিশেষজ্ঞরা মনে করেছিলেন উন্নত ইইউভি টুল ছাড়া চিপ উৎপাদন কঠিন হবে। একজন বিশেষজ্ঞ সিএনবিসিকে জানান, এসএমআইসি হয়তো পুরনো যন্ত্রাংশ ব্যবহার করে নতুন চিপ তৈরি করছে। গত সপ্তাহে প্রকাশিত আরেকটি প্রতিবেদনেও একই কথা বলা হয়েছে। নতুন চিপ তৈরির পরিকল্পনা সম্পর্কে অবগত দুটি সূত্র জানায়, এসএমআইসি হয়তো সংরক্ষিত যন্ত্রাংশ প্রযুক্তি ব্যবহার করে ফাইভ ন্যানোমিটার চিপ তৈরি করবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন