আয়রনম্যানে রবার্ট ডাউনি জুনিয়রকে নির্বাচন ছিল যুগান্তকারী

ফিচার ডেস্ক

‘আয়রন ম্যান থ্রি’র দৃশ্যে রবার্ট ডাউনি জুনিয়র ছবি: আইএমডিবি

মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সর্বাধিক জনপ্রিয় ও প্রভাবশালী ফ্র্যাঞ্চাইজি ‘আয়রনম্যান’। ২০০৮ সালে মুক্তি পাওয়া প্রথম সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে ছিলেন হলিউড সুপারস্টার রবার্ট ডাউনি জুনিয়র। পরবর্তী ১১ বছরে নয়টি সিনেমায় তাকে দেখা গেছে আয়রনম্যান হিসেবে। সম্প্রতি ডাউনি জুনিয়রের ক্যারিয়ারের বড় চরিত্রের কথা স্মরণ করেন হলিউডের জনপ্রিয় নির্মাতা ক্রিস্টোফার নোলান। ‘দ্য লেট শো’-এ স্টিফেন কোলবার্টের সঙ্গে আলোচনাকালে নোলান জানান, তিনি রবার্ট ডাউনি জুনিয়রের অমায়িক ব্যবহার ও চারিত্রিক ক্যারিশমার কারণে সবসময়ই একসঙ্গে কাজ করতে চেয়েছেন। আয়রনম্যানের মধ্য দিয়ে ডাউনি জুনিয়র যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তার ধারাবাহিকতা ছড়িয়ে ছিল এক দশক ধরে। নোলানের ভাষায়, ‘আয়রনম্যানে ডাউনি জুনিয়রকে নির্বাচন করাটা ছিল সিনেমা তৈরির ইতিহাসে সবচেয়ে যুগান্তকারী সিদ্ধান্ত।’

নোলানের সর্বশেষ মুক্তি পাওয়া ব্লকবাস্টার ওপেনহাইমার। সেখানে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রবার্ট ডাউনি জুনিয়র। তার প্রসঙ্গে এসে নোলান বলেন, ‘কারো সঙ্গে কাজ করার অর্থ তার সঙ্গে অনুভূতি ও চিন্তার সংযোগ আবিষ্কার করা। কিছুটা বিনয় খুঁজে পাওয়া। রবার্ট ডাউনি জুনিয়রের মধ্যে এটা আছে। কোনো দৃশ্যে তিনি যুক্ত হলে সবার আগে এটা নিশ্চিত করেন যে ওই দৃশ্যের সবাই তাদের সর্বোচ্চটা দিচ্ছে কিনা। সবাই যেন তাদের সক্ষমতার পুরোটাই সামনে হাজির করতে পারে। তিনি সবাইকে সহযোগিতা করেন সে সংযোগটা তৈরি করতে। আমি সবসময়ই তার সঙ্গে কাজ করতে চেয়েছি। সবসময়ই তার কাজে সেটা খেয়াল করেছি। টনি স্টার্ক হিসেবে তিনি তার সে ক্যারিশমা দেখিয়েছেন। আয়রনম্যান হিসেবে তার উপস্থিতি বাণিজ্যিক সিনেমার ইতিহাস বদলে দিয়েছে।’ 

মার্ভেলের পর রবার্ট ডাউনি জুনিয়রও খোঁজাখুঁজি করেছেন অভিনয়ে বৈচিত্র্য তৈরির জন্য একটা সুযোগের। নিউইয়র্ক টাইমস ম্যাগাজিনের কাছে এর আগে দেয়া এক সাক্ষাৎকারে তিনি স্বীকার করেন, তার অভিনয়ে বৈচিত্র্য কিছুটা ব্যাহত হয়েছে টানা ১১ বছর ধরে মার্ভেল ইউনিভার্সে আয়রনম্যান চরিত্রে থাকার কারণে। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল টানা ১১ বছর আয়রনম্যানে অভিনয় করার বিষয়ে তিনি সতর্ক ছিলেন কিনা। তিনি বলেন, ‘হ্যাঁ। শতভাগ সচেতন ছিলাম। তারপর একদিন নোলান আমাকে ডাকলেন, চলুন অন্য কিছু একটা করা যাক।’ তবে এর মানে এই নয় যে রবার্ট ডাউনি তার মার্ভেলের কাজ নিয়ে গর্বিত নন। বরং তিনি মনে করেন, আয়রনম্যান ছিল তার ক্যারিয়ারে সবচেয়ে সফল চরিত্রগুলোর একটি। কেবল অ্যাকশন ঘরানার কারণে হয়তো তেমনটা দৃষ্টিগোচর হয়নি।

সূত্র: ভ্যারাইটি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন