ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

ছবি: বিসিবি

পুনেতে আজ বৃহস্পতিবার বিশ্বকাপ ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছে সাকিববিহীন বাংলাদেশ। পায়ের মাংসপেশীর চোটে পড়া সাকিব গুরুত্বপূর্ণ এই ম্যাচের জন্য পুরোপুরি ফিট হয়ে ওঠেননি। তার জায়গায় বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত।

 

নিউজিল্যান্ড ম্যাচে ব্যাটিংয়ের সময় উরুর মাংসপেশীতে অস্বস্তি অনুভব করেন দলনায়ক সাকিব। গতকাল নেটে ৪৫ মিনিট অনুশীলন করেন সাকিব। ফলে সবাই ধরে নিয়েছিল, আজ তিনি খেলবেন। যদিও শেষ মুহূর্তের সিদ্ধান্তে তাকে পুরোপুরি সেরে ওঠার জন্য আরেকটু সময় দেয়া হয়েছে।

 

সাকিবের জায়গায় আজ বাংলাদেশ একাদশে ঢুকেছেন স্পিনার নাসুম আহমেদ। চলতি আসরে আজই প্রথম খেলার সুযোগ পেলের এই বামহাতি স্পিনার। এছাড়া পেস বোলার তাসকিন আহমেদের জায়গায় খেলবেন হাসান মাহমুদ।

 

ভারতীয় একাদশে আজ কোনো পরিবর্তন নেই।

 

ভারত একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, জশপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ।

 

বাংলাদেশ একাদশ

লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।  

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন