বিক্রি বেড়েছে ব্রিটিশ সুপারশপগুলোয়

বণিক বার্তা ডেস্ক

চলতি বছরের সেপ্টেম্বরে বিক্রি বেড়েছে ব্রিটিশ সুপারশপগুলোয়। গত বছরের একই সময়ের তুলনায় সেপ্টেম্বরে বিক্রি বেড়েছে ১০ দশমিক ৩ শতাংশ। চলতি বছরের আগস্টে বিক্রি বেড়েছিল ৭ দশমিক ২ শতাংশ। বিক্রি বৃদ্ধির কারণ হিসেবে দেশটিতে তাপপ্রবাহ ও আবহাওয়াকে উল্লেখ করছেন বিশ্লেষকরা। সম্প্রতি বাজার পর্যবেক্ষক প্রতিষ্ঠান এনআইকিউ এমনটাই জানিয়েছে। খবর রয়টার্স।

মাংস, মাছ, মুরগি ও সবজিজাতীয় খাদ্য উপাদানের বিক্রি বেড়েছে সবচেয়ে বেশি। জরিপে দেখা যাচ্ছে, প্রায় ৪৪ শতাংশ ব্রিটিশ গৃহস্থালি গ্রাহকের ওপর বর্ধিত খরচের প্রভাব পড়েছে অল্প পরিমাণে। যেখানে ৫৬ শতাংশের ওপর প্রভাব পড়েছে অনেক বেশি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন