সয়াবিন উৎপাদনে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা আর্জেন্টিনার

বণিক বার্তা ডেস্ক

সয়াবিন উৎপাদনে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা করছে আর্জেন্টিনা। ২০২৩-২৪ উৎপাদন মৌসুমে উৎপাদন অন্তত ৫ কোটি টনে উন্নীত হবে বলে আশা করা হচ্ছে। গত মৌসুমে উৎপাদন হয়েছিল ২ কোটি ১০ লাখ টন। সম্প্রতি বুয়েনস আয়ার্স গ্রেইন এক্সচেঞ্জ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

বিশ্বের শীর্ষ প্রক্রিয়াজাত সয়াবিন রফতানিকারক দেশ আর্জেন্টিনা। এছাড়া ভুট্টা ও গম সরবরাহেও অন্যতম লাতিন আমেরিকার দেশটি। তবে খরার কারণে গত মৌসুমে দেশটির শস্য উৎপাদন উল্লেখযোগ্য হারে কমে যায়।

২০২৩-২৪ মৌসুমে দেশটিতে ৫ কোটি ৫০ লাখ টন ভুট্টা উৎপাদন হবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে, যা ২০২২-২৩ মৌসুমে উৎপাদিত ৩ কোটি ৪০ লাখ টন থেকে বেশি। এছাড়া গমের উৎপাদন ১ কোটি ২২ লাখ টন থেকে বাড়িয়ে ১ কোটি ৬৫ লাখ টন প্রাক্কলন করা হয়েছে।

প্রসঙ্গত, শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) শুক্রবার সয়াবিনের দাম কমেছে। তেলবীজটির সাপ্তাহিক দামও নিম্নমুখী হয়ে উঠেছে। আর্জেন্টিনাসহ দক্ষিণ আমেরিকার দেশগুলোয় বিপুল পরিমাণ সয়াবিন উৎপাদনের প্রত্যাশা দাম কমে যাওয়ার ক্ষেত্রে প্রধান প্রভাবকের ভূমিকা পালন করেছে। 

সিবিওটিতে গতকাল সয়াবিনের ভবিষ্যৎ সরবরাহ মূল্য দশমিক ৩ শতাংশ কমেছে। প্রতি বুশেলের (এক বুশেলে ৬০ পাউন্ড) মূল্য স্থির হয়েছে ১৩ ডলার ৫৫ সেন্টে। চলতি সপ্তাহের এখন পর্যন্ত দাম কমেছে ১ শতাংশ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন