স্মৃতিবক্তৃতার শিরোনাম ‘ছফার আঁকা সুলতানের মুখ’

বণিক বার্তা অনলাইন

ছবি: আহমদ ছফা রাষ্ট্রসভা

চিত্রশিল্পী এসএম সুলতান প্রসঙ্গে নানা কারণেই চলে আসে মনীষী আহমদ ছফার নাম। এবারের ছফা স্মৃতিবক্তৃতার বিষয়বস্তুও তাই।

গত মাসে ঘোষিত ২০২২-২৩ অর্থবছরের সরকারি অনুদানে নির্বাচিত হয়েছে ‘লাল মিয়া’ শিরোনামের ছবি, নির্মাণ করছেন নুরুল আলম আতিক। সিনেমাটি সুলতানের জীবনী অবলম্বনে নির্মিত হবে। আর আহমদ ছফা স্মৃতিবক্তৃতা-২০২৩ও উপস্থাপন করবেন এই নির্মাতা।

এবারের বক্তৃতার শিরোনাম ছফার আঁকা সুলতানের মুখ

আগামী ১৫ জুলাই সকাল সাড় ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ মিলনায়তনে এই আসর বসবে।

আহমদ ছফা রাষ্ট্রসভা আয়োজিত এ স্মৃতিবক্তৃতায় সংগীত পরিবেশন করবেন সানী জুবায়ের।

বুদ্ধিজীবী ও লেখক আহমদ ছফা জন্ম ১৯৪৩ সালের ৩০ জুন ও মৃত্যু ২০০১ সালের ২৮ জুলাই। প্রতি বছর জুলাইয়ে অনুষ্ঠিত হয়ে থাকে এই স্মৃতিবক্তৃতা।

চিত্রশিল্পী এসএম সুলতানের জন্ম ১৯২৩ সালের ১০ আগস্ট ও মৃত্যু ১৯৯৪ সালের ১০ অক্টোবর। এ বছর পালিত হবে তার জন্ম শতবার্ষিকী।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন