তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন দাবিতে রংপুরে সমাবেশ

বণিক বার্তা প্রতিনিধি, রংপুর

ছবি : বণিক বার্তা ( ফাইল ছবি)

নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মতো তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে রংপুরে সমাবেশ হয়েছে। তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের আয়োজনে গতকাল কাউনিয়ায় তিস্তা রেলসেতু এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, ‘উজানে পানি প্রত্যাহারের কারণে শুষ্ক মৌসুমে তিস্তায় পানি থাকে না। আর বর্ষায় উজানের পানিতে নদীতীরে বন্যা ও ভাঙনে নিঃস্ব হচ্ছে মানুষ। তিস্তাপারের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি শেষ হচ্ছে না। গত বছর রংপুর জিলা স্কুলের জনসভায় প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দিয়েছিলেন। এরপর চীনা রাষ্ট্রদূত তিস্তা এলাকা পরিদর্শন করেন। তিস্তা মহাপরিকল্পনা চীন করবে, নাকি ভারত করবে—এ নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ায় এ অঞ্চলের মানুষের মধ্যে হতাশা দেখা দিয়েছে।

তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শফিয়ার রহমান, স্ট্যান্ডিং কমিটির সদস্য বখতিয়ার হোসেন শিশির, মীর রবি, মশিউর রহমান প্রমুখ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন