কুইবেকের দাবানলে বাস্তুচ্যুত ১০ হাজার বাসিন্দা

বণিক বার্তা ডেস্ক

কানাডার পূর্বাঞ্চলে সম্প্রতি ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। ফলে উপকূলীয় কুইবেকের প্রায় ১০ হাজার বাসিন্দা বাড়িঘর ত্যাগ করতে বাধ্য হয়েছেন। কুইবেকের উপকূলীয় কোট-নর্ড অঞ্চলের শহর সেপ্ট-আইলেসের মেয়র অঞ্চলটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। দাবানলের ঝুঁকি বেড়ে যাওয়ায় এ অঞ্চল থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়ার আদেশ দেয়া হয়েছে। খবর রয়টার্স।

কুইবেকের জননিরাপত্তাবিষয়ক মন্ত্রী ফ্রাঁসোয়া বোনার্ডেল জানিয়েছেন, অঞ্চলটিতে সেনাবাহিনীর সাহায্য পেতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কানাডার প্রায় সব জায়গায়ই দাবানলের ঘটনায় এখন পর্যন্ত ৩০ হাজারের মতো মানুষ গৃহহীন হয়েছে। কানাডাজুড়েই এর প্রভাব পড়েছে। দেশটির কেন্দ্রীয় সরকারের জরুরি দুর্যোগ প্রশমনবিষয়ক মন্ত্রী বিল ব্লেয়ার বলেন, ‘চলতি বছর দেশজুড়ে ২৭ লাখ হেক্টরের বেশি জমি পুড়ে গেছে। এ সময়ে যতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটি গত ১০ বছরের একই সময়ের তুলনায় ১০ গুণের বেশি।’

প্রতিবেদন বলছে, দাবানলের প্রকোপ বাড়ায় গত মাসের শুরু থেকে পশ্চিম কানাডায় সশস্ত্র বাহিনী মোতায়েন হয়েছে। বিল ব্লেয়ার বলেন, ‘কানাডায় এ নিয়ে ২১৪টি দাবানলের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৯৩টি ছিল নিয়ন্ত্রণের বাইরে। দেশজুড়ে পরিস্থিতি এখন গুরুতর। উত্তর-পশ্চিম অঞ্চল আলবার্টা, সাসকাচোয়ানের প্রেইরি, ম্যানিটোবা, কুইবেক, নিউ ব্রান্সউইক ও নোভা স্কটিয়াসহ সব এলাকাই তীব্র দাবানলের মুখে পড়েছে। গরম ও শুষ্ক আবহাওয়ার কারণে এসব দুর্যোগ বারবার ফিরে আসছে। যদিও দেশটির আবহাওয়া বিশ্লেষকরা আশা করেছিলেন, রেকর্ড ব্রেকিং তাপপ্রবাহের পরে সপ্তাহান্তে বৃষ্টি ও শীতল আবহাওয়া স্বস্তি আনবে।’

কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশগুলোয় এখন দাবানলের ঘটনা অহরহ ঘটছে। কিন্তু এ বছর পূর্ব প্রদেশ নোভা স্কটিয়া সবচেয়ে বাজে দুর্যোগ পরিস্থিতির মধ্যে পড়েছে। কুইবেক রাজ্যের মুখ্যমন্ত্রী ফ্রাঁসোয়া ল্যগো অঞ্চলটির বাসিন্দাদের আগামী কয়েকদিন ধরে বনে সময় কাটানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ক্ষতিগ্রস্ত প্রদেশগুলোয় কেন্দ্রীয় সব ধরনের সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এ দাবানল উপকূলজুড়ে অনেক মানুষের জন্য ভয়ংকর পরিস্থিতি তৈরি করেছে। আমরা সব ধরনের সহায়তায় প্রস্তুত থাকব।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন