চীনে ভুট্টা রফতানি বাড়াবে দক্ষিণ আফ্রিকা

বণিক বার্তা ডেস্ক

চীনা বাজারে ভুট্টা রফতানি বাড়ানোর প্রত্যাশা করছে দক্ষিণ আফ্রিকা। দেশটির কৃষক ইউনিয়ন জানিয়েছে, বিশ্বের অন্যান্য প্রধান ভুট্টা উৎপাদকের তুলনায় দক্ষিণ আফ্রিকার রফতানি বাড়ার সম্ভাবনা রয়েছে। দেশটির ভুট্টার সর্বশেষ নির্ধারিত স্বল্পমূল্যের সুবিধা চীনের বিশাল শস্যবাজারের হিস্যা বাড়াতে সাহায্য করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, আফ্রিকার শীর্ষ ভুট্টা উৎপাদক দেশ দক্ষিণ আফ্রিকা। দেশটি সম্প্রতি চীনে ১ লাখ ৮ হাজার ১০৪ টন ভুট্টার গুঁড়া রফতানি করেছে। এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় এ রফতানি কার্যক্রমের ওপর ভিত্তি করেই দেশটি চীনা বাজারে আরো অধিক রফতানির প্রত্যাশা করছে।

সাম্প্রতিক রফতানি দক্ষিণ আফ্রিকার বার্ষিক গড় রফতানির তুলনায় সামান্য। দেশটি বছরে প্রায় ৩০ লাখ টন ভুট্টা রফতানি করে। তবে চীনের মতো বিশ্বের বৃহত্তম ভুট্টার বাজারে এটি একটি উল্লেখযোগ্য কার্যক্রম।

দক্ষিণ আফ্রিকার শস্য উৎপাদকদের সংগঠন গ্রেইনএসএ জানিয়েছে, চীনা বাজারে রফতানি বাড়ানোর ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকাকে একটি দীর্ঘ পথ অতিক্রম করতে হয়েছে। ২০১৪ সালে উভয় সরকারের মধ্যে স্বাক্ষরিত রফতানি প্রটোকল দক্ষিণ আফ্রিকাকে চীনা বাজারে ভুট্টা রফতানির পথ খুলে দিয়েছে। তবে দক্ষিণ আফ্রিকা সম্প্রতি অন্যান্য রফতানিকারক দেশের তুলনায় দামের দিক দিয়ে প্রতিযোগিতামূলক হয়ে উঠেছে। 

সংগঠনটির দেয়া তথ্যানুযায়ী, ২০২০ সাল থেকে ব্রাজিল, আর্জেন্টিনা, ইউরোপীয় ইউনিয়ন ও চীনা বাজারের শীর্ষ শস্য রফতানিকারক যুক্তরাষ্ট্রের তুলনায় দক্ষিণ আফ্রিকার ভুট্টার দাম কমেছে। এ সময়ে ডলারের বিপরীতে দক্ষিণ আফ্রিকার মুদ্রা র‌্যান্ডের বিনিময় হার কমায় পণ্যটির দাম কমাতে ভূমিকা রেখেছে। গ্রেইনএসএ বলছে, চীন বৈশ্বিক পণ্যবাজারের নিয়মিত ও বৃহত্তম আমদানিকারক। বাজারটিতে দক্ষিণ আফ্রিকার প্রবেশ সম্ভাব্য বড় রফতানি সম্পর্ক তৈরি করেছে। প্রত্যাশা করা যায়, এটি একটি স্থায়ী রফতানি সম্পর্কের সূচনা। এতে দক্ষিণ আফ্রিকার শস্য উৎপাদনকে উৎসাহিত করতে সহায়ক হবে।

দক্ষিণ আফ্রিকার জুলাইয়ের শুরুতে বিশ্বের বিভিন্ন বাজারে ৫ লাখ ১৫ হাজার ১৬২ টন ভুট্টার গুঁড়া রফতানির পরিকল্পনায় রয়েছে। দেশটি চলতি বছর ১ কোটি ৬১ লাখ ৯০ হাজার টন উৎপাদন প্রত্যাশা করছে। গত বছর উৎপাদন ছিল ১ কোটি ৫৪ লাখ ৭০ হাজার টন। সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ২০২২-২৩ মৌসুমের ৩৬ লাখ টন শস্য রফতানি হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন