সাত সপ্তাহের সর্বনিম্নে জাপানি রাবারের দাম

বণিক বার্তা ডেস্ক

ছবি: রয়টার্স

ফিউচার মার্কেটে টানা তৃতীয় দিনের মতো কমেছে জাপানি রাবারের দাম। এর মধ্য দিয়ে পণ্যটির বাজারদর নেমেছে সাত সপ্তাহের সর্বনিম্নে। চীনে চাহিদা কমে যাওয়ার প্রভাবে সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে বড় দরপতনের মুখে পড়েছে রাবারের বাজার। এর প্রভাব পড়েছে জাপানি রাবারের দামে। খবর বিজনেস রেকর্ডার।

জাপানের ওসাকা এক্সচেঞ্জে (ওএসই) গতকাল অক্টোবরে সরবরাহ চুক্তিতে রাবারের দাম ৩ দশমিক ৪ ইয়েন বা ১ দশমিক ১১ শতাংশ কমেছে। প্রতি কেজির মূল্য স্থির হয়েছে ৩০২ দশমিক ১ ইয়েনে, যা ৮ মার্চের পর সর্বনিম্ন।

চীনের সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে সেপ্টেম্বরে সরবরাহ চুক্তিতে রাবারের দাম ১৭০ ইউয়ান কমেছে। প্রতি টনের মূল্য ‍স্থির হয়েছে ১৪ হাজার ৪৫ ইউয়ানে। বিশ্লেষকরা জানান, চীনে রাবারের চাহিদা অস্বাভাবিকভাবে কমে গেছে। এছাড়া যুক্তরাষ্ট্রেও চাহিদা কমার আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে বিনিয়োগকারীরা লোকসান এড়াতে রাবার বিক্রির পরিমাণ বাড়িয়ে দিয়েছেন। এ কারণেই মূলত পণ্যটির দাম কমছে।

চীনের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো জানায়, আসন্ন মে দিবসের ছুটিকে কেন্দ্র করে অনেক টায়ার প্রস্তুতকারী প্রতিষ্ঠান এরই মধ্যে উৎপাদন কমিয়ে দিয়েছে। বিষয়টি চাহিদা কমার ক্ষেত্রে বড় ভূমিকা রাখছে। এছাড়া দেশটিতে দুর্বল অর্থনৈতিক পরিস্থিতিও এক্ষেত্রে অনেকাংশে দায়ী।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন