শুরুতে বলে নেয়া দরকার, এটা একটা টেকনোলজিনির্ভর কোম্পানি ও ইন্ডাস্ট্রি। যেহেতু স্থানীয়ভাবে আমরা তৈরি করছি, প্রস্তুতকারক হিসেবে আমাদের একটা প্রত্যাশা আছে। বর্তমান সরকার শিল্পবান্ধব। আজ যে বাংলাদেশে মোটরসাইকেল শিল্পটা তৈরি হয়েছে, সেটা এ সরকারেরই বড় অবদান