
কিছুদিন আগেই রোজার ঈদে মুক্তি পেল আটটি সিনেমা। মাল্টিপ্লেক্স ও হল মালিকদের দেয়া তথ্য অনুযায়ী এবার ঈদের বাজারে এর মধ্যে চারটি সিনেমা বেশ ভালো ব্যবসা করেছে। এর মধ্যে কয়েকটি সিনেমা এখনো হলে চলছে। অন্যদিকে বেশ ভালো অবস্থানে রয়েছে ‘পাঠান’। ১২ মে দেশের ৪১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। গত মাসেই দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তির (সাফটা) আওতায় সিনেমা আমদানির অনুমতি দিয়েছিল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সে ধারাবাহিকতায় প্রথম হিন্দি সিনেমা হিসেবে মুক্তি পায় ‘পাঠান’। শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম অভিনীত বলিউডের বক্স অফিস কাঁপানো সিনেমাটি নিয়ে দেশের দর্শকের আগ্রহের কমতি ছিল না। পাঠানের আমদানিকারক অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুন জানান, প্রথম সপ্তাহে সিনেমাটি আয় করেছে ৮০ লাখ টাকার বেশি। দ্বিতীয় সপ্তাহেও দর্শকের আগ্রহ বেড়েছে সিনেমাটি নিয়ে। পাঠান বিশ্বব্যাপী ১ হাজার কোটি রুপির বেশি আয় করেছিল। বাংলাদেশেও ভালো আয় করছে এটি।
পাঠানের এ অবস্থার মাঝেই আজ ঢাকার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে দুটি সিনেমা। জনপ্রিয় নাট্য নির্মাতা অরণ্য আনোয়ারের প্রথম সিনেমা ‘মা’ ও তরুণ নির্মাতা যুবরাজ শামীমের ‘আদিম’। সম্প্রতি বিশ্বের অন্যতম প্রাচীন চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে ‘মা’ সিনেমাটির। বিদেশের মাটিতে দর্শকের প্রশংসা কুড়িয়েছে এটি। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময়কার প্রেক্ষাপটে তৈরি হয়েছে মা সিনেমার গল্প। মৃত ঘোষিত সাত মাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্প পর্দায় তুলে ধরেছেন অরণ্য আনোয়ার। মায়ের ভূমিকায় অভিনয় করেছেন চিত্রনায়িকা পরীমণি।
অন্যদিকে যুবরাজ শামীমের আদিমের গল্পটা টঙ্গীর ব্যাংকের মাঠবস্তির বাসিন্দাদের নিয়ে। এতে অভিনয় করেছেন বস্তির বাসিন্দারাই। আন্তর্জাতিক পরিমণ্ডলে সমাদৃত হয়েছে আদিম। গত বছর ৪৪তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে অংশ নেয় সিনেমাটি। এ উৎসবে সিলভার সেন্ট জর্জ অ্যাওয়ার্ড ও নেটপ্যাক সম্মাননা অর্জন করে আদিম। আগামী নভেম্বরে কুইন্স ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালের সেরা সিনেমার পুরস্কার জিতেছে এ সিনেমা। সর্বশেষ আদিম দিল্লির ‘হ্যাবিটেড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ প্রদর্শিত হয়েছে। এছাড়া বুলগেরিয়ার ৩১তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল লাভ ইজ ফোলির ইন্টারন্যাশনাল কমপিটিশন বিভাগে আদিম মনোনীত হয়েছে বলে নিশ্চিত করেছেন নির্মাতা। এ সিনেমায় কোনো পেশাদার অভিনেতা না থাকলেও ২ মিনিটের ট্রেলারটি এরই মধ্যে প্রশংসা পাচ্ছে নেটিজনদের। সিনেমার মুক্তির কয়েক সপ্তাহ আগেই আদিমের অগ্রিম টিকিট বিক্রিও শুরু করেছে নারায়ণগঞ্জের সিনেস্কোপ কর্তৃপক্ষ।
অন্যদিকে আজই ঢাকার মাল্টিপ্লেক্সে মুক্তি পেতে যাচ্ছে ‘জন উইক: চ্যাপ্টার ফোর’। কিয়ানু রিভস আর হলিউডে সীমাবদ্ধ নেই, সারা বিশ্বেই জনপ্রিয়তা তার। অন্যদিকে জন উইকের এ অভিনয়ের মধ্য দিয়ে তৈরি হয়েছে আলাদা ভক্তকুল। গত ২৪ মার্চ বিশ্বের কয়েকটি দেশে মুক্তি পাওয়া ‘জন উইক: চ্যাপ্টার ফোর’। এ ফ্র্যাঞ্চাইজি নিয়ে দর্শকের আলাদা আগ্রহ রয়েছে। সিনেমাটি এ বছরের অন্যতম বক্স অফিস হিট। এদিকে জন উইক ফ্র্যাঞ্চাইজি সারা বিশ্বে মোট আয় করেছে ১০০ কোটি ডলার। কিছুটা দেরিতে দেশের মাল্টিপ্লেক্সে মুক্তি পেতে যাচ্ছে জন উইক: চ্যাপ্টার ফোর’। এ নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে। স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার সিনেমাস কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন আজ সিনেমাটির শো শুরু হচ্ছে। দর্শকের আগ্রহের কারণে স্বাভাবিকভাবেই বলা যায় এবার দর্শক টানবে এ সিনেমা। সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার সিনেমাস তাদের ফেসবুক পেজে জানায় জন উইক: চ্যাপ্টার ফোর সিনেমাটি দেশের আগমনের বিষয়টি। কিছু সময়ের ব্যবধানে দেশের কিয়ানু রিভস ভক্তরা ফেসবুক পোস্ট দুটিতে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিটি আগমন নিয়ে ইতিবাচক মনোভাব পোষণ করেন। পাঠানের পর জন উইক দেশীয় সিনেমার দর্শক সংখ্যায় প্রভাব ফেলে কিনা সেটাই দেখার পালা এখন। শোয়ের দিক থেকে বিবেচনা করলে ‘মা’ ও ‘আদিম’ দুটি সিনেমায়ই মাল্টিপ্লক্সে কম শো পেয়েছে জন উইকের তুলনায়। শুধু মিরপুরের স্টার সিনেপ্লেক্সের সনি স্কয়ারে দুটো শো পেয়েছে অরণ্য আনোয়ারের সিনেমা মা। অন্যদিকে স্টার সিনেপ্লেক্সের কেবল বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে আদিমের শো রয়েছে।
বর্তমানে ‘মা’ ও ‘আদিম’ সিনেমা দুটির প্রচারণা নিয়ে নির্মাতাদের ব্যস্ততা চলছে। বিভিন্ন ক্যাম্পেইন করে সিনেমা দুটি দর্শকের কাছে পৌঁছে দিতে চান তারা। এবার দেখার পালা ‘পাঠান’ ও ‘জন উইক: চ্যাপ্টার ফোর’ সামাল দিয়ে কেমন দর্শক টানে ‘মা’ ও ‘আদিম’। দেশীয় সিনেমার সুসময়ে আসন্ন সিনেমা দুটি নিয়ে ইতিবাচক ভাবনাই ধারণ করছেন দুই নির্মাতা।