কারণ ছাড়াই শেয়ারদর বাড়ছে মেট্রো স্পিনিংয়ের

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত মেট্রো স্পিনিং লিমিটেডের শেয়ারদর ও লেনদেন সাম্প্রতিক সময়ে অস্বাভাবিকভাবে বাড়তে দেখা গেছে। তবে এ বৃদ্ধির পেছনে অপ্রকাশিত কোনো মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে গতকাল ডিএসইর মাধ্যমে জানিয়েছে বস্ত্র খাতের কোম্পানিটি। 

তথ্য অনুসারে, গত ৯ এপ্রিলের পর থেকেই ডিএসইতে ঊর্ধ্বমুখী রয়েছে কোম্পানিটির শেয়ারদর। এদিন শেয়ারটির দর ছিল ৩১ টাকা ৮০ পয়সা। সর্বশেষ গতকাল লেনদেন শেষে এ দর বেড়ে দাঁড়িয়েছে ৪২ টাকা ৮০ পয়সায়। আলোচ্য সময়ের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১১ টাকা বা ৩৪ দশমিক ৫৯ শতাংশ। এ সময়ের মধ্যে গত ১৮ এপ্রিল কোম্পানিটির শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। এদিন মোট ৩৯ লাখ ৩ হাজার ৩০২টি শেয়ার হাতবদল হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন