হাইডেলবার্গ সিমেন্টের দর বেড়েছে ৩০%

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহের লেনদেন হওয়া তিন কার্যদিবসের ব্যবধানে প্রায় ৩০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে আলোচ্য সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সর্বোচ্চ দর বৃদ্ধির তালিকায় শীর্ষে অবস্থান করছে কোম্পানিটি। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। 

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহের শুরুতে হাইডেলবার্গ সিমেন্টের শেয়ারদর ছিল ২৪৭ টাকা ৮০ পয়সা। সপ্তাহ শেষে শেয়ারটির দর বেড়ে দাঁড়িয়েছে ৩২১ টাকা ৬০ পয়সায়। সে হিসাবে আলোচ্য সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দর বেড়েছে ৭৩ টাকা ৮০ পয়সা বা ২৯ দশমিক ৭৮ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট ৩৭ কোটি ১০ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে এ লেনদেন ছিল ১২ কোটি ৩৬ লাখ ৭৫ হাজার টাকা। 

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) হাইডেলবার্গ সিমেন্টের ইপিএস ৬ টাকা ৮৫ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যেখানে শেয়ারপ্রিত লোকসান হয়েছিল ২ টাকা ৯৭ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৬৬ টাকা ৯১ পয়সায়। 

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে হাইডেলবার্গ সিমেন্টের পর্ষদ। ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়াহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ১৩ জুন সকাল ১০টায় ভার্চুয়াল মাধ্যমে এজিএম আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ মে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪ টাকা ১৩ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় হয়েছিল ৮ টাকা ৪১ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৬০ টাকা ৭ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ৬৬ টাকা ৬০ পয়সা। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন