এবি ব্যাংক বন্ডের সাবস্ক্রিপশন শেষ হচ্ছে কাল

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত এবি ব্যাংক লিমিটেডের পারপেচুয়াল বন্ডের সাধারণ বিনিয়োগকারীদের জন্য নির্ধারিত ৬০ কোটি টাকার বিপরীতে সাবস্ক্রিপশনের সময় শেষ হচ্ছে আগামীকাল। এ বন্ডে আবেদনের জন্য চতুর্থ ও শেষবারের মতো ৩০ মার্চ পর্যন্ত সময় বাড়িয়েছিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। 

বিএসইসির ৮০০তম কমিশন সভায় বন্ডটি অনুমোদন পাওয়ার পর গত বছরের ৩০ জানুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত এর সাবস্ক্রিপশনের মেয়াদ নির্ধারিত ছিল। তবে এ সময়ে কাঙ্ক্ষিত মাত্রায় সাবস্ক্রিপশন না হওয়ার কারণে পরবর্তী সময়ে ওই বছরের ২২ মে পর্যন্ত এর মেয়াদ বাড়ানো হয়। এ সময়ের মধ্যেও সাবস্ক্রিপশন না হওয়ায় এর মেয়াদ আরো তিন মাস বাড়িয়ে ২২ আগস্ট করা হয়। এ সময়েও বন্ডটি কেনার জন্য কাঙ্ক্ষিত ক্রেতা খুঁজে পায়নি এবি ব্যাংক। পরে ব্যাংকটির আবেদনের পরিপ্রেক্ষিতে তৃতীয় দফায় ওই বছরের ৩০ ডিসেম্বর পর্যন্ত বন্ডটির সাবস্ক্রিপশনের মেয়াদ বাড়ানো হয়। কিন্তু এ সময়ের মধ্যেও কাঙ্ক্ষিত সাবস্ক্রিপশন না হওয়ায় চতুর্থবারের মতো এর সময় বাড়ানোর জন্য বিএসইসির কাছে আবেদন জানায় ব্যাংকটি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন