পিএসজির হয়ে এমবাপ্পের সর্বোচ্চ গোলের রেকর্ড

বণিক বার্তা অনলাইন

ছবি: বিবিসি

ফরাসি লিগে নঁতের বিপক্ষে ৪-২ ব্যবধানে জয়ের ম্যাচে প্যারিস সেন্ট-জার্মেইনের (পিএসজি) হয়ে গোলের রেকর্ড করলেন কিলিয়ান এমবাপ্পে। গতকাল শনিবার (৪ মার্চ) রাতে ক্লাবটির হয়ে ২০১তম গোলটি প্রতিপক্ষের জালে পাঠান তিনি। খবর বিবিসি।

অবশ্য রেকর্ড সৃষ্টিকারী গোলের জন্য এমবাপ্পেকে প্রায় ৯২ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল। এর মাধ্যমে পিএসজি গোলের তালিকার শীর্ষ থেকে এদিনসন কাভানিকে সরিয়ে দিলেন। আগের ম্যাচে মার্শেইয়ের বিপক্ষে এমবাপ্পের গোলের পর দুজনে ২০০ গোল নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন।

গতকাল প্যারিসে নিজেদের মাঠে ১২ মিনিটে পিএসজিকে এগিয়ে দেন লিওনেল মেসি। ৫ মিনিট পর আত্মঘাতী গোলে পিছিয়ে যায় নঁতে। তবে ৩১ ও ৩৮ মিনিটে গোল করে সমতা ফিরিয়ে আনে তারা। ৬০ মিনিটের মাথায় পিএসজির হয়ে তৃতীয় গোলটি করেন দানিলো। আর ৯২ মিনিটে রেকর্ড গোলটি করেন এমবাপ্পে।

২৪ বছর বয়সী ফ্রান্স ফরোয়ার্ড নিজেকে এরই মধ্যে ফুটবল সুপারস্টার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তার রয়েছে বিশাল ভক্তশ্রেণী।

তিনি দুবার বিশ্বকাপ ফাইনালে খেলেছেন। ২০১৮ সালে ট্রফি জিতেছেন এবং গত বিশ্বকাপে গোল্ডেন বুট জেতেন।

২০১৭ সালে মোনাকো থেকে পিএসজিতে যোগদানের পর থেকে এমবাপ্পে চারটি লিগ শিরোপা জিতেছেন। গত চার মৌসুমে তিনি গোলের শীর্ষে ছিলেন। চলতি মৌসুমে ত৩০টি গোল করেছেন ও ৮টিতে সহায়তা করেছেন। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন