সুশিক্ষা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য

শুধু যেনতেনভাবে কতগুলো সার্টিফিকেট দিয়ে অনেক গ্র্যাজুয়েট তৈরি করা কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্দেশ্য হতে পারে না। সময়ের প্রয়োজনে বিষয়ভিত্তিক চাহিদা নিরূপণ বিশ্বায়নের যুগে কী ধরনের শিক্ষা ব্যবস্থার চাহিদা তৈরি হয়েছে সেটিকে অ্যাড্রেস করতে পারাটা মূল কথা। ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি লক্ষ্য নিয়েই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠার শুরু থেকেই ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি বোঝার চেষ্টা করেছে আন্তর্জাতিক শিক্ষা ব্যবস্থা কোনদিকে অগ্রসর হচ্ছে। একাডেমিক সিলেবাস, শিক্ষক নিয়োগ, শিক্ষার্থী ভর্তি এবং সর্বোপরি উন্নত পরিবেশের মাধ্যমে সুশিক্ষা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। এক্ষেত্রে কোনো ধরনের আপস চলে না। আমরা চাই, শত প্রতিকূলতার মাঝেও যেন মান নিচে নেমে না যায়। নতুবা শিক্ষার যে মূল উদ্দেশ্য সেটি বাস্তবায়ন হবে না। কারণ সংখ্যায় জোর দিয়ে বিভাগের সংখ্যা বাড়ালে মান একদমই নিচের দিকে যাবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণার জন্য কমিশনের পক্ষ থেকে নির্দিষ্ট একটি গাইডলাইন আছে। আমরা সে আলোকে গবেষণার পরিধি বাড়ানোর চেষ্টা করছি। আমাদের শিক্ষক কিংবা শিক্ষার্থী যারাই দেশে কিংবা দেশের বাইরে গবেষণার কাজে যুক্ত হতে চায়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের পাশে দাঁড়ায়। আমরা মনে করি শিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হলে খাতে মনোযোগী হতেই হবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন