জেনেক্স ইনফোসিসের ২২০ কোটি টাকার শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ৩ হাজার ৫০ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৩৫ দশমিক শূন্য ৬ শতাংশ বা ১ হাজার ৬৯ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন ছিল ১০ কোম্পানির দখলে। এ ১০ কোম্পানির মধ্যে ২২০ কোটি টাকার বেশি লেনদেন নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। 

তথ্য অনুসারে, গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে জেনেক্স ইনফোসিসের ২ কোটি ১৬ লাখ ৩৫ হাজার ৩৪৩টি শেয়ার হাতবদল হয়েছে, যার আর্থিক মূল্য ২২০ কোটি ২০ লাখ ৯১ হাজার টাকা, যা এক্সচেঞ্জটির মোট লেনদেনের ৭ দশমিক ২২ শতাংশ। আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর কমেছে দশমিক ৯৮ শতাংশ।

লেনদেনের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন। গত সপ্তাহে কোম্পানিটির ২২৯ কোটি ৬৬ লাখ ৬০ হাজার টাকার ৯৯ লাখ ২৯ হাজার ৪৩টি শেয়ার লেনদেন হয়েছে। সাপ্তাহিক মোট লেনদেনের ৪ দশমিক ২৫ শতাংশ ছিল কোম্পানিটির দখলে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে ৫ দশমিক ৫৮ শতাংশ। 

গত সপ্তাহে লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে আমরা নেটওয়ার্কস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৮৬ লাখ ৮ হাজার ৪৭৪টি শেয়ার লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য ১১৮ কোটি ২৯ লাখ ১৮ হাজার টাকা। সাপ্তাহিক মোট লেনদেনের ৩ দশমিক ৮৮ শতাংশ ছিল কোম্পানিটির দখলে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৮ দশমিক ৭৭ শতাংশ।

গত সপ্তাহের সর্বোচ্চ লেনদেনের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারদর ৪ দশমিক ২৭ শতাংশ বাড়ার পাশাপাশি সাপ্তাহিক মোট লেনদেনে কোম্পানিটির অবদান ছিল ৩ দশমিক ৭১ শতাংশ। সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ১১৩ কোটি ১৬ লাখ ১৪ হাজার টাকার ১ কোটি ২৫ লাখ ৯ হাজার ৪৩৭টি শেয়ার লেনদেন হয়েছে। 

৩ দশমিক শূন্য ৫ শতাংশ লেনদেন নিয়ে তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। গত সপ্তাহে শেয়ারদর ২০ দশমিক ৫০ শতাংশ বেড়েছে কোম্পানিটির। পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ৯৩ কোটি ১১ লাখ ৩৭ হাজার টাকার ৩৫ লাখ ৩০ হাজার ৭৪৮টি শেয়ার লেনদেন হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন