
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে গাণিতিক ও পদার্থবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ আহমেদ ২৮৩ ভোট ও সাধারণ সম্পাদক পদে ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির অধ্যাপক ড. এম শামীম কায়সার ৩৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহসভাপতি পদে প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ পদে অর্থনীতি বিভাগের অধ্যাপক মুহাম্মাদ শফিকুল ইসলাম ও যুগ্ম সম্পাদক পদে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক বোরহান উদ্দিন নির্বাচিত হয়েছেন।
গণিত বিভাগের অধ্যাপক সাব্বির আলম, ইংরেজি বিভাগের অধ্যাপক আহমেদ রেজা, বাংলা বিভাগের অধ্যাপক নাজমুল হাসান তালুকদার, সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মাদ তরিকুল ইসলাম, ফাইন্যান্স ও ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক মাহফুজা খাতুন, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক মিজানুর রহমান, রসায়ন বিভাগের অধ্যাপক সুবর্ণা কর্মকার, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের মো. শফিক উর রহমান, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ফারহা মতিন জুলিয়ানা এবং ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ রেজাউল রকিব সদস্য নির্বাচিত হয়েছেন।