সাড়ে ৩৪ লাখ টাকায় মিলবে হুন্দাই ক্রেটা এসইউভি

নিজস্ব প্রতিবেদক

দক্ষিণ কোরিয়ার অটোমোবাইল ব্র্যান্ড হুন্দাই মোটরসের হুন্দাই ক্রেটা এসইউভি বাংলাদেশে সংযোজিত হলে এটির দাম পড়বে ৩৪ লাখ ৫০ হাজার টাকা। গতকাল গাড়িটির পরিবেশক ফেয়ার টেকনোলজির পরিচালক মুতাসিম দায়ান সংবাদ সম্মেলনে গাড়িটির দাম ঘোষণা করেন।

মুতাসিম দায়ান বলেন, হুন্দাইয়ের সঙ্গে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ গড়ে তুলতে পেরে আমরা আনন্দিত গর্বিত। ১৯ জানুয়ারি ফেয়ার টেকনোলজির হুন্দাই অটোমোবাইল ফ্যাক্টরির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। আমাদের বহুদিনের স্বপ্ন ছিল, বাংলাদেশের রাজপথে চলবে দেশে উৎপাদিত গাড়ি। সে স্বপ্ন আজ বাস্তবে রূপ নিয়েছে। হুন্দাই ম্যানুফ্যাকচারিং প্লান্টে আমরা প্রথম মডেল হিসেবে এসইউভি-ক্রেটা উৎপাদন শুরু করেছি। সরকার এরই মধ্যে স্থানীয় পর্যায়ে গাড়ি উৎপাদনে নীতি সহায়তা দিয়েছে, এর ফলে আমরা কারখানাটি স্থাপন করতে সক্ষম হয়েছি।

অনুষ্ঠানে জানানো হয়, শুরুতে ক্রেটা গাড়ির দাম ৩৪ লাখ ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, যা এতদিন ইন্দোনেশিয়া থেকে আমদানি করায় আরো ১০ লাখ টাকা বেশি দামে বিক্রি করতে হতো। পাশাপাশি হুন্দাই ক্রেটার গ্রাহকরা পাবেন পাঁচ বছর বা এক লাখ কিলোমিটার মাইলেজ পর্যন্ত ওয়ারেন্টি, যা আমদানীকৃত গাড়ির জন্য ছিল তিন বছর। এছাড়া হুন্দাই ক্রেটার গ্রাহকদের জন্য রয়েছে বাই-ব্যাক সুবিধা।

সম্প্রতি গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাই-টেক পার্কের ফেয়ার টেকনোলজি হুন্দাই ফ্যাক্টরিতে এসইউভি গাড়ির সংযোজন কার্যক্রম শুরু হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন