বিইউএইচএসের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত

ছবি : বিজ্ঞপ্তি থেকে

বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেসের (বিইউএইচএস) প্রথম সমাবর্তন গতকাল নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ বিশেষ অতিথি ছিলেন। সমাবর্তন বক্তা ছিলেন ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গ্লোবাল হেলথ অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট বিভাগের অধ্যাপক এন্থনি কসটেলো। সমাবর্তনে ছয় শতাধিক শিক্ষার্থীকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি দেয়া হয়। কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী সাত শিক্ষার্থীকে সম্মানসূচক চ্যান্সেলর ও ভাইস চ্যান্সেলর স্বর্ণপদক প্রদান করা হয়। সমাবর্তন উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী পৃথক বাণী দিয়েছেন এবং জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হয়েছে। বিইউএইচএসের প্রতিষ্ঠাতা সংগঠন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) সভাপতি ও বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান এবং উপাচার্য অধ্যাপক ডা. ফরিদুল আলম অনুষ্ঠানে বক্তব্য রাখেন। -বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন