দুর্নীতি রোধে সচেতনতা বাড়ানোর আহ্বান

বণিক বার্তা ডেস্ক

নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল বিভিন্ন স্থানে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এসব অনুষ্ঠানে বক্তারা সমাজ থেকে দুর্নীতি রোধ করতে সবার সচেতন হওয়ার আহ্বান জানান। প্রতিনিধিদের পাঠানো খবর

ঝিনাইদহ জেলা প্রশাসনের আয়োজনে শহরের পুরনো ডিসি কোর্ট চত্বরে দিবসের উদ্বোধন করা হয়েছে। পরে সেখান থেকে একটি শোভাযাত্রা বের করা হয়েছে। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়েছে। সেখানে পালন করা হয় মানববন্ধন কর্মসূচি। এতে ব্যানার, ফেস্টুন নিয়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বেসরকারি সংস্থার কর্মীরা অংশ নেন। এছাড়া পুরনো ডিসি কোর্ট চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা প্রশাসক মনিরা বেগম, সরকারি কেসি কলেজের অধ্যক্ষ অশোক কুমার মৌলিক, দুদক ঝিনাইদহ সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক জাহিদ কালামসহ অন্যরা বক্তব্য রাখেন।

ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজের সামনে কুমিল্লা-সিলেট মহাসড়কের বাইপাস রোডে দুর্নীতিকে না বলে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একটি শোভাযাত্রা বের হয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল মান্নান সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আল মামুন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক প্রণয় চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার মো. জয়নাল আবেদীন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. আরজু প্রমুখ।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়েছে। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও। বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক . শঙ্কর কুমার কুণ্ডু, সিভিল সার্জন এসএম মাহমুদুর রশিদ, দুর্নীতি দমন কমিশন রাজশাহী বিভাগের সহকারী পরিচালক ফকরুল আবেদীন হিমেল, জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রাং, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কর্মসূচি ব্যবস্থাপক আব্দুস সালাম প্রমুখ। কালেক্টরেট গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আহমদের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান বাবু।

ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি হেমায়েত হোসেন সচেতন নাগরিক কমিটির সভাপতি . কামরুন্নেছা আজাদ। 

পটুয়াখালীতে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম। পরে পটুয়াখালী সোনালী ব্যাংক চত্বরে মানববন্ধন এবং জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি একেএম শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দুদকের উপপরিচালক মামুনুর রশীদ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার আহমদ মঈনুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক হুমায়ন কবির প্রমুখ।

প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন সংশ্লিষ্ট জেলা প্রতিনিধিরা

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন