জাবিতে নবনির্মিত ৬ হলের প্রভোস্ট নিয়োগ

বণিক বার্তা প্রতিনিধি, জাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত ছয়টি হলের প্রভোস্ট নিয়োগ দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) উপাচার্য অধ্যাপক নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সিন্ডিকেট সভায় এ নিয়োগ দেয়া হয়। 

নাম প্রকাশ না করার শর্তে একজন সিন্ডিকেট সদস্য বণিক বার্তাকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘সিন্ডিকেটে নবনির্মিত ছয়টি হলের প্রভোস্ট নিয়োগ দেয়া হয়েছে। ১৭নং হলে মার্কেটিং বিভাগের অধ্যাপক নিগার সুলতানা, ১৮নং হলে লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ছায়েদুর রহমান, ১৯নং হলে পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক শফি মুহাম্মদ তারেক, ২০নং হলে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক আলমগীর কবির, ২১নং হলে পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সহযোগী অধ্যাপক তাজউদ্দীন শিকদার ও ২২নং হলে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আব্দুলাহ হেল কাফিকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট।’

প্রসঙ্গত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলমান অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় চারটি হলের নির্মাণ কাজ চলমান ও দুটি হলের নির্মাণ শুরু হয়েছে। বাকিগুলো ৩০ জানুয়ারির মধ্যে হবে বলে প্রকল্প অফিস সূত্র জানিয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন