ব্রাজিলের পাহাড়ি রাস্তায় ভূমিধস, নিহত ২

বণিক বার্তা অনলাইন

ছবি: রয়টার্স

ব্রাজিলের দক্ষিণে পারানা রাজ্যে ভূমিধসে দুজনের মৃত্যু ও কয়েক ডজন নিখোঁজ হয়েছে। ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে দেশটির সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।

সিএনএনের খবরে বলা হয়েছে, পাহাড়ি এলাকায় ভূমিধসে মাটি আছড়ে ব্যস্ত সড়কের ওপর পড়ে। এতে কমপক্ষে ১৫টি যানবাহন চাপা পড়ে।

এ ঘটনায় ৩০-৫০ জনের মতো নিখোঁজ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে স্থানীয় দুযোর্গ ব্যবস্থাপনা দল। সামরিক পুলিশ, অগ্নিনির্বাপক, বেসামরিক প্রতিরক্ষা দল এবং প্রশিক্ষিত কুকুর উদ্ধার ও রাস্তা পরিষ্কারে সহায়তা করছে।

এদিকে ভারী বৃষ্টির কারণে ব্রাজিলের অন্য উপকূলীয় এলাকা প্লাবিত হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, ৬৮০ জন মানুষ বন্যার কবলে পড়েছে এবং ৫০০ বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, ভূমিধসের কারণে বন্দর এলাকা পারানাগুয়া যাওয়ার সড়ক বন্ধ হয়ে গিয়েছে। বন্দরটি দিয়ে শস্য ও চিনি রফতানি করে ব্রাজিল।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন