ক্রীড়াবিজ্ঞান

একজন সুশিক্ষিত খেলোয়াড়ই পারেন ক্রীড়াঙ্গনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে

বাংলাদেশের একমাত্র সরকারি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি। সূচনালগ্ন থেকেই যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দিকনির্দেশনায় প্রতিষ্ঠানের সয কর্মকর্তা-কর্মচারী দেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। ফলে বিকেএসপি আজ খেলোয়াড় তৈরির আঁতুড়ঘর নামে স্বীকৃতি পেয়েছে। সব ক্রীড়া বিভাগে বিকেএসপির খেলোয়াড়রা সামনে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। সম্প্রতি সাফ বিজয়ী নারী ফুটবল দলের পাঁচজন ছিলেন বিকেএসপির বর্তমান খেলোয়াড়। ২০২০ সালের যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের অধিনায়কসহ নয়জন ছিলেন বিকেএসপির বর্তমান খেলোয়াড়। তাছাড়া জাতীয় ক্রিকেট দলের সাতজন এবং নারী দলের পাঁচজন বিকেএসপির খেলোয়াড়।

আর্চারি বিশ্বকাপ স্টেজ - মিশ্র ইভেন্টে রৌপ্যপদক বিজয়ী দেশের তথা বিকেএসপির কৃতী আর্চার দিয়া সিদ্দিকী প্রতিষ্ঠানের খেলোয়াড়। টোকিও অলিম্পিকে বাংলাদেশের হয়ে অংশগ্রহণকারীর মধ্যে সাবেক বর্তমান মিলিয়ে বিকেএসপিরই ছিল নয়জন খেলোয়াড়। জাতীয় হকি দলের প্রায় শতভাগই বিকেএসপির বর্তমান সাবেক খেলোয়াড়। এছাড়া বয়সভিত্তিক সব প্রতিযোগিতায় বিকেএসপি বরাবরই চ্যাম্পিয়ন। এক কথায় বলা যায়, জাতীয় দলগুলোর খেলোয়াড় সরবরাহের পাইপলাইন হিসেবে বিকেএসপি অনন্য ভূমিকা পালন করে আসছে।

আমি মনে করি, একজন অ্যাথলিট ইচ্ছা করলে বিকেএসপির আধুনিক সুযোগ-সুবিধা, শৃঙ্খলা প্রশিক্ষণ সুবিধা কাজে লাগিয়ে নিজেকে খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে পারে। এক্ষেত্রে বিকেএসপি তার জন্য একটি আদর্শ প্রতিষ্ঠান। তাছাড়া বিকেএসপি শুধু খেলোয়াড়ই নয়, দেশের মানবসম্পদ উন্নয়নেও বিশেষ ভূমিকা রেখে চলেছে।

এখানে চালু রয়েছে সুশৃঙ্খল উন্নত শিক্ষা কার্যক্রমও। একজন সুশিক্ষিত খেলোয়াড়ই পারেন ক্রীড়াঙ্গনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে। তাই সাধারণ শিক্ষাকে সমান গুরুত্ব দিয়ে একমাত্র বিকেএসপিতেই রয়েছে ক্রীড়া বিষয়ে এসএসসি, এইচএসসি স্নাতক পর্যায়ে পাঠ্যসূচি। রয়েছে একটি আধুনিক গ্রন্থাগার, যেখানে ক্রীড়া বিষয়সহ সাধারণ বিষয়ের ওপর বই পড়তে পারেন প্রশিক্ষণার্থী। বিকেএসপির ২১টি ক্রীড়া বিভাগে রয়েছে আধুনিক সব সুযোগ-সুবিধা। রয়েছে প্রশিক্ষিত বিশ্ব মানের কোচ।

নবাগত মহাপরিচালক হিসেবে আমি বিকেএসপির উন্নয়নে সব ধরনের পদক্ষেপ নিতে চাই। বিগত মহাপরিচালকের অসমাপ্ত কাজগুলোকে শেষ করে আঞ্চলিক বিকেএসপির উন্নয়নের পাশাপাশি ঢাকা বিকেএসপিকে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে তুলতে চাই। এছাড়া বিকেএসপিতে আন্তর্জাতিক মানের আবাসন গড়ে তুলে দেশী-বিদেশী খেলোয়াড়, কোচদের নিয়মিত যাতায়াত, প্রশিক্ষণ ক্রীড়ায় অংশগ্রহণের ব্যবস্থার চেষ্টা করব।

বিশ্বসেরা হওয়ার অনন্য গৌরব অর্জন করেছে আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আশা করছি, আগামীতেও ধারাবাহিকতা বজায় থাকবে। বিশ্বমানের ক্রীড়াবিদ তৈরির পাশাপাশি শিক্ষিত সুনাগরিক তৈরি করতে আমরা বদ্ধপরিকর। আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিটি খেলোয়াড় দেশ জাতির গর্বের প্রতীক হিসেবে প্রতিনিধিত্ব করে দেশের মুখ উজ্জ্বল করবে এটাই আমার অঙ্গীকার।

 

ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার সাদাত আবু মো. ফুয়াদ, পিএসসি

মহাপরিচলক, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন