যশোরে প্রধানমন্ত্রীর জনসভা আজ

একগুচ্ছ দাবি জেলাবাসীর

বণিক বার্তা প্রতিনিধি, যশোর

পাঁচ বছর পর আজ যশোর আসছেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে স্বাগত জানাতে প্রস্তুত যশোরবাসী। আজ দুপুরে যশোর শামস্-উল হুদা স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে উৎসবের শহরে পরিণত হয়েছে যশোর। শহরের অলিগলি থেকে গ্রামের রাস্তাঘাটে চলছে মাইকিং। শহরের সড়কগুলো ছেয়ে গিয়েছে ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড আর তোরণে। এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে আশায় বুক বেঁধেছে যশোরবাসী। যশোর মেডিকেল কলেজ ৫০০ শয্যা, যশোর বিমানবন্দর আধুনিকীকরণ, ভবদহ জলাবদ্ধতা দূরীকরণ, যশোরকে সিটি করপোরেশন ঘোষণাসহ নানা দাবিতে মুখর স্থানীয়রা।

আওয়ামী লীগ নেতারা জানান, ৫০ বছর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যশোরের যে স্থানে জনসভায় ভাষণ দিয়েছিলেন, সেখানেই ভাষণ দেবেন তার কন্যা শেখ হাসিনা। করোনাকালের তিন বছর পর আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় প্রথমবারের মতো সশরীর অংশ নিচ্ছেন তিনি। সমাবেশ থেকেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রাজনৈতিক বার্তা দেবেন বঙ্গবন্ধু কন্যা।

এদিকে যশোরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে একগুচ্ছ দাবিতে সোচ্চার নাগরিক সমাজ। মানববন্ধন, স্মারকলিপি পেশ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছে সচেতন যশোরবাসী।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন