বর্তমান পরিচালনা পর্ষদের কাছে বিদ্যমান দরের ৪০ শতাংশ কমে শেয়ার ইস্যুর মাধ্যমে ২০০ কোটি টাকা মূলধন বাড়াতে চায় পুঁজিবাজারে তালিকাভুক্ত আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পর্ষদ। এক্ষেত্রে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া সর্বশেষ ছয় মাস তথা ১৮০ কর্মদিবসের গড় দরকে বিদ্যমান দর হিসেবে বিবেচনা করা হবে। এ লক্ষ্য বাস্তবায়নে কোম্পানিটির ৩০তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) আগে বিশেষ রেজল্যুশন সংশোধনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল ডিএসইর মাধ্যমে এ তথ্য জানিয়েছে বস্ত্র খাতের কোম্পানিটি।
তথ্য অনুসারে, গত বছরের ৭ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ২ ডিসেম্বর পর্যন্ত আলিফ ইন্ডাস্ট্রিজের প্রতিটি শেয়ারের গড় দর হবে ২২ টাকা। কোম্পানিটির পর্ষদের কাছে এ দরের থেকে ৪০ শতাংশ কমে (১৩ টাকা ২০ পয়সায়) শেয়ার ইস্যু করে ২০০ কোটি টাকা মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ-সংশ্লিষ্ট বিশেষ রেজল্যুশনে সংশোধন আনতে কোম্পানিটির ৩০তম এজিএমে শেয়ারহোল্ডারদের অনুমোদন নেয়া হবে। এর আগে ২৮তম এজিএমে বিশেষ রেজল্যুশন সংশোধনের পদ্ধতিতে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিয়েছে কোম্পানিটি।