আজ লেনদেনে ফিরছে ওয়ালটন হাই-টেক

নিজস্ব প্রতিবেদক

লভ্যাংশসংক্রান্ত রেকর্ড ডেট শেষে আজ থেকে লেনদেনে ফিরছে পুঁজিবাজারে তালিকাভুক্ত শীর্ষস্থানীয় ইলেকট্রনিক হোম অ্যাপ্লায়েন্স উৎপাদক ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। রেকর্ড ডেটের কারণে গতকাল স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির লেনদেন বন্ধ ছিল। ডিএসই সূত্রে তথ্য জানা গিয়েছে।

৩০ জুন সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য সাধারণ বিনিয়োগকারীদের ২৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ। পাশাপাশি কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের জন্য ১৫০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করা হয়েছে। ঘোষিত লভ্যাংশ অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে বছরের ২৮ সেপ্টেম্বর দুপুর ১২টায় ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন