সংক্রমণ শনাক্ত আবারো সাড়ে ১০ হাজারের বেশি

নিজস্ব প্রতিবেদক

দেশে নভেল করোনা ভাইরাসের সংক্রমণে শনাক্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গত পাঁচ মাস পর দেশে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা আবারো ১০ হাজার ছাড়াল। একই সঙ্গে গতকাল আরো চারজনের মৃত্যু হয়েছে। দেশে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে গতকাল বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে সোয়া ৪১ হাজার নমুনার করোনা পরীক্ষা করা হয়। এতে দেশের ৬৪ জেলায় ১০ হাজার ৮৮৮ জন পজিটিভ হয়েছেন। দেশে মোট শনাক্ত দাঁড়াল ১৬ লাখ ৫৩ হাজার ১৮২ জনে। মারা গেছে ২৮ হাজার ১৮০ জন। সর্বশেষ ৫৭৭ জনসহ মোট সুস্থ হয়েছে ১৫ লাখ ৫৪ হাজার ৮৪৫ জন।

সরকারের করোনাবিষয়ক তথ্য বিশ্লেষণে জানা যায়, গতকালের চেয়ে গত বছর ১০ আগস্ট বেশি রোগী শনাক্ত হয়েছিল। সেদিন ১১ হাজার ১৬৪ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছিল। গত বুধবার হাজার ৫০০ জন নতুন রোগী শনাক্ত হয়। সে হিসাবে গত একদিনে রোগী বেড়েছে হাজার ৩৮৮ জন।

সর্বশেষ নমুনা পরীক্ষার সংখ্যা বিবেচনায় শনাক্তের হার ২৬ দশমিক ৩৭ শতাংশ হয়েছে। গত বছর ডেল্টার ধরনের সংক্রমণ বিস্তারের কারণে বাংলাদেশে দিনে রোগী শনাক্তের হার ৩২ শতাংশে উঠেছিল। তবে এরপর সংক্রমণের হার কমতে কমতে শতাংশের নিচে নেমে এসেছিল। গত বছরের ডিসেম্বরে দেশে ওমিক্রনের সংক্রমণ শনাক্ত হয়। মূলত এর পর থেকেই শনাক্তের সংখ্যা বাড়তে থাকে। বর্তমানে দেশে এখন সক্রিয় কভিড রোগীর সংখ্যা ৭০ হাজার ১৫৭ জন। ১০ জানুয়ারি সংখ্যা ছিল ১৬ হাজার ৭১৩, যা বর্তমানে চার গুণে দাঁড়িয়েছে।

দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১৩ দশমিক ৭৭ শতাংশ। আর মৃত্যুর হার দশমিক ৭০ শতাংশ।

গত একদিনে শনাক্ত রোগীদের মধ্যে ৭২ শতাংশ ঢাকা বিভাগের বাসিন্দা। আর মৃত চারজনের মধ্যে একজন পুরুষ তিনজন নারী। তাদের মধ্যে দুজন করে চারজন ঢাকা চট্টগ্রাম বিভাগের বাসিন্দা ছিল।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন