কভিড-১৯ : ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৪.৬৬ শতাংশ

বণিক বার্তা অনলাইন

গত ২৪ ঘণ্টায় দেশে নভেল করোনাভাইরাসে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত শনাক্ত হয়েছেন ৪ হাজার ৩৭৮ জন। শনাক্তের হার ১৪ দশমিক ৬৬ শতাংশ। গত একদিনে ৩০ হাজার ৩৬৬টি নমুনার মধ্যে ২৯ হাজার ৮৭১টি পরীক্ষা করে শনাক্তের এ হার উঠে আসে।

করোনায় সারা দেশে মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ১২৯ জন। এ পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৬ লাখ ৯ হাজার ৪২ জন। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটির সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ৩৫১ জন রোগী। সব মিলিয়ে এ রোগ থেকে সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫২ হাজার ৩০৬ জন।

গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন, তাদের মধ্যে তিনজন ঢাকা বিভাগের বাসিন্দা। এছাড়া চট্টগ্রাম দুইজন ও রাজশাহী বিভাগের বাসিন্দা ছিলেন একজন। তাদের মধ্যে দুইজন পুরুষ ও চারজন নারী ছিলেন।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন