বিসিএল : ফাইনালে মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চল

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে ফরম্যাটে লিগ পর্বের খেলা শেষে ফাইনাল নিশ্চিত করেছে ওয়ালটন মধ্যাঞ্চল ও বিসিবি দক্ষিণাঞ্চল। দুই দলই সর্বোচ্চ ৪ পয়েন্ট নিয়ে ফাইনালে নাম লেখায়। আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শেষ ম্যাচে আগে ব্যাটিং করে মধ্যাঞ্চল আট উইকেটে ২২০ রান করে। পিনাক ঘোষের ৫৪, জাকির হাসানের ৪০ ও তৌহিদ হৃদয়ের অপরাজিত ৬৫ রানে ভর করে ৪৮.৪ ওভারে পাঁচ উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণাঞ্চল। 

ম্যাচটি জিতে ফাইনালে ওঠে দক্ষিণাঞ্চল। টানা দুটি ম্যাচ জিতে ফাইনালে এক পা আগেই দিয়ে রেখেছিল ওয়ালটন মধ্যাঞ্চল। তাই লিগ পর্বের শেষ ম্যাচে দক্ষিণাঞ্চলের কাছে হেরেও কোনো ক্ষতি হয়নি। আগামী শনিবার ফাইনালে মুখোমুখি হবে দু’দল।

অন্যদিকে টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল ও বিসিবি উত্তরাঞ্চল। দুটি দলই একটি করে ম্যাচ জিতেছিল।

ক’দিন আগেই বাংলাদেশ ক্রিকেট লিগের চারদিনের ম্যাচেও ফাইনাল খেলেছে ওয়ালটন মাধ্যাঞ্চল ও বিসিবি দক্ষিণাঞ্চল। ফাইনালে দক্ষিণাঞ্চলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মধ্যাঞ্চল।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন