সম্মেলনে বক্তারা

উন্নয়ন লক্ষ্য অর্জনে জলবায়ু পরিবর্তনকে গুরুত্ব দিতে হবে

নিজস্ব প্রতিবেদক

জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশও ক্ষতির মুখে রয়েছে। এজন্য সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে এর প্রভাব মোকাবেলায় গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। রাজধানীতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের শেষ দিনের অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে শেষ দিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইমারজিং পপুলেশন ইস্যুজ অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস শীর্ষক সম্মেলনটি যৌথভাবে আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগ জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) সম্মেলনের গণমাধ্যম সহযোগী বণিক বার্তা।

সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) . মুহাম্মদ সামাদ। বিশেষ অতিথি ছিলেন ইউএনএফপিএর চিফ অব হেলথ . বিভবেন্দ্র সিং রঘুবংশী।

সম্মেলনে পল্লী-কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান . কাজী খলীকুজ্জমান আহমদের সভাপতিত্বে বাংলাদেশে কপ২৬-এর প্রভাব শীর্ষক প্লেনারি সেশন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সেন্টার ফর পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের (সিপিআরডি) নির্বাহী প্রধান মো. শামসুদ্দোহা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক . রাশেদ আল মাহমুদ তিতুমীর প্রমুখ বক্তব্য রাখেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন