চট্টগ্রামে সাব-কন্ট্রাক্টিং সংযোগবিষয়ক বিসিকের সেমিনার আজ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ব্যুরো

বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প করপোরেশন (বিসিক) চট্টগ্রামের উদ্যোগে ক্রয়কারী বৃহৎ শিল্পের সঙ্গে ক্ষুদ্র মাঝারি শিল্পের সহায়ক সাব-কন্ট্রাক্টিং সংযোগ ব্যবস্থার বাস্তবায়ন উন্নয়ন শীর্ষক সেমিনার আজ অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৯টায় বিসিক চট্টগ্রাম কার্যালয়ে অনুষ্ঠিতব্য সেমিনারে প্রধান অতিথি থাকবেন বিসিকের পরিচালক কাজী মাহবুবুর রহমান।

বিসিক চট্টগ্রামের সাব-কন্ট্রাক্ট্রিং তালিকাভুক্ত হালকা প্রকৌশল বিভিন্ন কারখানায় উৎপাদিত খুচরা যন্ত্রাংশ প্রস্তুতকারী উদ্যোক্তা এবং ক্রয়কারী প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ স্থাপনের আয়োজনে বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জামশেদ খোন্দকার।

বিসিক চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক মো. মোতাহার হোসেনের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উত্থাপন করবেন বিসিকের প্রযুক্তি বিভাগের উপমহাব্যবস্থাপক মো. দেলোয়ার হোসেন, স্বাগত বক্তব্য রাখবেন বিসিক চট্টগ্রামের উপমহাব্যবস্থাপক আহমেদ জামাল নাসের চৌধুরী। সেমিনারে ক্রয়কারী প্রতিষ্ঠান হিসেবে চট্টগ্রাম বন্দর, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন, ইস্টার্ন রিফাইনারি, বিটাক, বাংলাদেশ রেলওয়ে এবং প্রস্তুতকারী প্রতিষ্ঠান হিসেবে ক্ষুদ্র হালকা প্রকৌশল মালিক সমিতির নেতারা আলোচনায় অংশ নেবেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন