সাপ্তাহিক লেনদেনে শীর্ষে বেক্সিমকো ও ওয়ান ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের লেনদেনেও ব্যাংক খাতের আধিপত্য দেখা গেছে। এক্সচেঞ্জটিতে গত সপ্তাহের মোট লেনদেনের ২৮ দশমিক শতাংশই ছিল খাতটির দখলে। লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানির চারটিও ছিল ব্যাংকের। তবে আগের সপ্তাহের মতো লেনদেনে শীর্ষে রয়েছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। দ্বিতীয় অবস্থানে রয়েছে ওয়ান ব্যাংক লিমিটেড। মোট লেনদেনের ১৯ দশমিক ৪৬ শতাংশই ছিল প্রতিষ্ঠান দুটির দখলে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ১০ দশমিক ৯৬ শতাংশই ছিল বেক্সিমকো লিমিটেডের। ওই সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির কোটি ৩৯ লাখ ৪৫ হাজার ৫৩টি শেয়ার হাতবদল হয়েছে। যার আর্থিক মূল্য ৫৫২ কোটি ১৩ লাখ ৬২ হাজার টাকা। তবে আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে কোম্পানিটির লেনদেন কমেছে দশমিক ১৮ শতাংশ।

গত সপ্তাহের মোট লেনদেনের দশমিক ৫০ শতাংশ নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ওয়ান ব্যাংক লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ৪২৮ কোটি ২৯ লাখ ২৯ হাজার টাকার ২১ কোটি ৬২ লাখ ৪৬ হাজার ২১১টি শেয়ার লেনদেন হয়েছে। সময়ে আগের সপ্তাহের তুলনায় ব্যাংকটির লেনদেন বেড়েছে দশমিক ৫৯ শতাংশ।

গত সপ্তাহের লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। তালিকায় পরের অবস্থানে রয়েছে আইএফআইসি ব্যাংক লিমিটেড। পঞ্চম অবস্থানে রয়েছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। লেনদেনের ভিত্তিতে শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলো হলো প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, জেনেক্স ইনফোসিস লিমিটেড, ব্র্যাক ব্যাংক লিমিটেড ওরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন