একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশন সমাপ্ত

বণিক বার্তা অনলাইন

একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশন শেষ হয়েছে। আজ রোববার দুপুরে সমাপ্তি সম্পর্কিত রাষ্ট্রপতির আদেশ পড়ে শোনানোর মধ্য দিয়ে অধিবেশনের ইতি ঘোষণা করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। 

এর আগে অধিবেশনে সমাপনী ভাষণ দেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। খবর বাসস।

প্রতিবেদনে বলা হয়েছে, শেষ হওয়া অধিবেশেনের কার্যদিবস ছিল ৯টি। এ নয়টি বিল উত্থাপন ও পাস করা হয়েছে। ৭১ বিধিতে ৪২টি নোটিশ পাওয়া যায়, যার মধ্যে একটিও আলোচনা হয়নি। এগুলোর লিখিত জবাব প্রদান করা হবে।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে একটি বিশেষ আলোচনার আয়োজন করা হয়। আলোচনার শুরুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বক্তব্য দেন।এজন্য রাষ্ট্রপতিকে সংসদের পক্ষ থেকে ধন্যবাদ জানান স্পিকার।

এবারের অধিবেশন গত ১৪ নভেম্বর শুরু হয়ে ৯ কার্যদিবস পর্যন্ত চলে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন